আল মোজাহিদ বাবু, বকশীগঞ্জ (জামালপুর)।।
জামালপুরের বকশীগঞ্জে ইউনিয়ন পরিষদের নির্বাচনী তপছিল ঘোষনা না হলেও আগাম প্রাক নির্বাচনী ও সমর্থন বিষয়ক আলোচনা সভা করলেন বর্তমান নিলক্ষিয়া ইউপির মেম্বার ও আগামী নির্বাচনের প্রার্থী নজরুল ইসলাম লিচু শুক্রবার রাতে বকশীগঞ্জ উপজেলায় নিলক্ষিয়া ইউপির ৯নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী লিচু মিয়া বাড়িতে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয় । এসময় জামালপুর জেলা পরিষদের সদস্য জয়নাল আবেদীনের সভাপতিত্বে উক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয় এবং এতে প্রায় ১৫০০ ভোটার অংশ নেয়।
৩ বারের সফল মেম্বার নির্বাচনে জয়ী নজরুল ইসলাম লিচু মেম্বার তার বক্তব্যে বলেন, তিনি বিগত ১৫ বছর মেম্বারের দায়িত্ব পালন করে আসছেন। শেষ বারের মত এলাকাবাসীর সেবা করতে চান তিনি।
এসময় আরো উপস্থিত ছিলেন দেলোয়ার হোসেন উপজেলা আওয়ামিলীগের সদস্য, হারুন অর রশিদ প্রধান শিক্ষক জানকিপুর আদর্শ উচ্চ বিদ্যালয়, মোস্তফা কামাল জানকিপুর দাড়িয়া পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক, মনিরুজ্জামান লিমন সাংবাদিক, মিল্লাত হোসেন সমাজ সেবক, এম রাসেল সমাজ সেবক, আঃমালেক সমাজ সেবক, প্রধান আকর্ষণ আশরাফুল ইসলাম বিকট সহ নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
বার্তাকণ্ঠ /এন