প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১১, ২০২৫, ১০:৪৯ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৮, ২০২১, ৯:৩৪ পি.এম
জেলা প্রশাসন ও শিশু একাডেমীর যৌথ উদ্যোগে জামালপুরে শেখ রাসেলের জন্মদিন পালন

আজাদ খান, জামালপুর ব্যুরো,
জামালপুরে জেলা প্রশাসন ও শিশু একাডেমীর যৌথ উদ্যোগে শেখ রাসেলের জন্মদিন পালন করা হয়েছে।
অদ্য সোমবার (১৮ অক্টোবর) জামালপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে" জেলা প্রশাসন ও শিশু একাডেমী, জামালপুরের যৌথ আয়োজনে শেখ রাসেল দীপ্ত জয়োল্লাস, অদম্য আত্মবিশ্বাস " প্রতিপাদ্যকে সামনে রেখে এক সেমিনার অনুষ্ঠিত হয়।
উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জামালপুরের জেলা প্রশাসক মুর্শেদা জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মোকলেছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রবন্ধ পাঠ করেন সহকারী অধ্যাপক তারিকুল ফেরদৌস।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জামালপুরের পুলিশ সুপার মো: নাছির উদ্দিন আহমেদ, ডিডিএলজি মোঃ কবির উদ্দিন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা খন্দকার আব্দুল্লাহ আল মাহমুদ, এডিএম সরকার আবদুল্লাহ আল মামুন, ইউএনও সদর লিটুস লরেন্স চিরান।
সঞ্চালনায় ছিলেন, এম আর আই রাসেল।
সেমিনারের সার্বিক তত্বাবধানে ছিলেন বাংলাদেশ শিশু একাডেমি জামালপুরের শিশু বিষয়ক কর্মকর্তা সুলতানা আহমেদ স্বপনা।
বার্তাকণ্ঠ /এন
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho