সোমবার, ২৭ মার্চ ২০২৩, ১৩ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ

নেপালে একের পর এক ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক।। 

রপর দুটি ভূমিকম্পে কেঁপে উঠল নেপাল। নেপালে কাঠমান্ডুর কাছে সিন্ধুপালচক জেলায় ছিল কম্পনের উৎসস্থল। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.৪। ভূমিকম্পে এখনো কোনও ক্ষয়ক্ষতির খবর নেই।

সোমবার বিকেল স্থানীয় সময় বেলা ৩.২০ মিনিটে অনুভূত হয় প্রথম কম্পনটি। রিখটার স্কেলে তার তীব্রতা ছিল ৪.১। এর ৩ মিনিট পর প্রায় একই জায়গায় ৪.০ মাত্রার একটি কম্পন অনুভূত হয়।

এ দুই ভূমিকম্পে কেঁপে ওঠে দার্জিলিং পাহাড় ও লাগোয়া সমতলের একাংশ। কম্পন অনুভূত হয় সিকিমের একাংশেও। ভারতীয় ভূকম্পবিষয়ক সংস্থা জানিয়েছে, ভারতীয় স্থানীয় সময় দুপুর ১টা ৩১ মিনিটে একটি কম্পন অনুভূত হয়েছে নেপালে। কাঠমান্ডু থেকে ৬০ কিলোমিটার উত্তরপূর্বে ছিল এর উপকেন্দ্র। কম্পনের কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে।

হিমালয়ের ওপর অবস্থিত নেপাল বরাবরই কম্পনপ্রবণ। ২০১৫ সালে এক ভয়াবহ ভূমিকম্পে তছনছ হয়ে গিয়েছিল কাঠমান্ডুসহ দেশের একটা বিশাল অংশ।

   বার্তাকণ্ঠ /এন

জনপ্রিয়

নেপালে একের পর এক ভূমিকম্প

প্রকাশের সময় : ১১:৪৪:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ অক্টোবর ২০২১

আন্তর্জাতিক ডেস্ক।। 

রপর দুটি ভূমিকম্পে কেঁপে উঠল নেপাল। নেপালে কাঠমান্ডুর কাছে সিন্ধুপালচক জেলায় ছিল কম্পনের উৎসস্থল। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.৪। ভূমিকম্পে এখনো কোনও ক্ষয়ক্ষতির খবর নেই।

সোমবার বিকেল স্থানীয় সময় বেলা ৩.২০ মিনিটে অনুভূত হয় প্রথম কম্পনটি। রিখটার স্কেলে তার তীব্রতা ছিল ৪.১। এর ৩ মিনিট পর প্রায় একই জায়গায় ৪.০ মাত্রার একটি কম্পন অনুভূত হয়।

এ দুই ভূমিকম্পে কেঁপে ওঠে দার্জিলিং পাহাড় ও লাগোয়া সমতলের একাংশ। কম্পন অনুভূত হয় সিকিমের একাংশেও। ভারতীয় ভূকম্পবিষয়ক সংস্থা জানিয়েছে, ভারতীয় স্থানীয় সময় দুপুর ১টা ৩১ মিনিটে একটি কম্পন অনুভূত হয়েছে নেপালে। কাঠমান্ডু থেকে ৬০ কিলোমিটার উত্তরপূর্বে ছিল এর উপকেন্দ্র। কম্পনের কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে।

হিমালয়ের ওপর অবস্থিত নেপাল বরাবরই কম্পনপ্রবণ। ২০১৫ সালে এক ভয়াবহ ভূমিকম্পে তছনছ হয়ে গিয়েছিল কাঠমান্ডুসহ দেশের একটা বিশাল অংশ।

   বার্তাকণ্ঠ /এন