মীর দুলাল, হবিগঞ্জ জেলা প্রতিনিধি।।
হবিগঞ্জের নবীগঞ্জে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এক ব্যবসা প্রতিষ্ঠান কে অর্থ জরিমানা করেছেন নবীগঞ্জ উপজেলা প্রশাসন!
সোমবার (১৮ অক্টোবর) ২১ইং দুপুরে নবীগঞ্জ শহরের ওসমানী রোডের চৌদ্দ হাজারী মার্কেটের নয়নমনি কম্পিউটার নেট নামক প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন
নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মহি উদ্দিন।
এ সময় নয়নমনি সরকারের কম্পিউটারে গোপনে সংরক্ষিত প্রচুর পরিমাণ অশ্লীল ভিডিও ফুটেজ ও ছবি পাওয়া যায়।
অশ্লীল ভিডিও সসংরক্ষণের দায় স্বীকার ও উপস্থিত সাক্ষীর ভিত্তিতে ১৮৬০ এর ২৯২ ধারার অপরাধে মোবাইল কোর্ট আইন ২০০৯ এর ৭(২) ধারা অনুযায়ী দোষী সাব্যস্ত করে অশ্লীল ভিডিও ধারণ ও সংরক্ষনের অভিযোগে ১০ হাজার টাকা অর্থদন্ড এবং অপরাধে ব্যবহৃত ২ টি কম্পিউটার সিপিইউ জব্দ করে সরকারের নামে বাজেয়াপ্ত করা হয়।
আইনশৃঙ্খলা রক্ষা ও প্রসিকিউশন সহায়তা প্রদান করেন নবীগঞ্জ থানা এক দল পুলিশ!
নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহি উদ্দিন বলেন, অশ্লীল ভিডিও ধারণ ও সংরক্ষনের অভিযোগে ১০ হাজার টাকা অর্থদন্ড এবং অপরাধে ব্যবহৃত ২ টি কম্পিউটার সি.পি.ইউ জব্দ করে সরকারের নামে বাজেয়াপ্ত করা হয়। এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।
বার্তাকণ্ঠ /এন