
স্পোর্টস ডেস্ক।। হারের মুখ থেকে ঘুরে দাঁড়িয়ে টি-টুয়েন্টি বিশ্বকাপের মূলপর্বে খেলার আশা টিকিয়ে রেখেছে বাংলাদেশ। বাঁচা-মরার ম্যাচে স্বাগতিক ওমানকে মাহমুদউল্লাহ রিয়াদের দল হারিয়েছে ২৬ রানে। স্লগ ওভারে দারুণ বোলিংয়ে জয় তুলে মাঠ ছাড়ে টিম টাইগার্স।
মাসকাটের আল আমেরাত স্টেডিয়ামে ১৫৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ওমান তোলে ১২৭ রান। মোস্তাফিজুর রহমান খরুচে থাকলেও শিকার করেন সর্বোচ্চ চার উইকেট। ৪ ওভারে বাঁহাতি পেসার দেন ৩৬ রান।
স্নায়ুর কঠিন পরীক্ষা গেছে টাইগার খেলোয়াড়দের। পুরো ম্যাচেই মাহমুদউল্লাহর চোখেমুখে দেখা গেছে আতঙ্কের ছাপ! জিতেও অবশ্য উদযাপন করেনি দল। স্কটল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে হারায় এ ম্যাচে জয়ের কোনো বিকল্প ছিল না বাংলাদেশের।
শেষ ৫ ওভারে ওমানের দরকার ছিলো ৫৪ রান, হাতে ৬ উইকেট। তখনই লাগাম টেনে ধরেন সাইফউদ্দিন। ১৬তম ওভারে মাত্র ৪ রান দিয়ে তুলে নেন সন্দীপের (৪) উইকেট। সাকিব পরের ওভারে ৩ রান দিয়ে তুলে নেন ২ উইকেট, জাগিয়েছিলেন হ্যাটট্রিকের সম্ভাবনাও।
শেষ ৩ ওভারে যখন ৪৭ রানের বিশাল চ্যালেঞ্জ স্বাগতিকদের সামনে, মোস্তাফিজ ৫ রান দিয়ে দুই উইকেট নিয়ে স্বস্তির বাতাস বইয়ে দেন। ম্যাচ থেকে ছিটকে পড়ে স্বাগতিকরা।
সর্বোচ্চ ৪০ রান করেন জাতিন্দার সিং। এ ব্যাটার যতক্ষণ ক্রিজে ছিলেন, ওমানের দিকেই ঝুলে ছিল ম্যাচের ভাগ্য।
বৃহস্পতিবার শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ পাপুয়া নিউগিনি। একই গ্রুপের অপর ম্যাচে ওমানের বিপক্ষে লড়বে স্কটল্যান্ড। বাংলাদেশ যদি পাপুয়া নিউগিনিকে হারায়, আর স্কটল্যান্ড যদি ওমানকে হারায়, তাহলে মাহমুদউল্লাহ-মুশফিকরা চলে যাবে সুপার টুয়েলভে। বাংলাদেশ জিতলে, আর ওমান নিজ ম্যাচে জিতে গেলে রানরেটের হিসাব আসবে সামনে।
টস জিতে আগের ব্যাট করতে নেমে ১৫৩ রানের মাঝারি পুঁজি পায় বাংলাদেশ। ওপেনার নাঈম শেখের ৫০ বলে ৬৪ রানের ইনিংসে দেড়শর পথ পাড়ি দেয় বাংলাদেশ। বাঁহাতির ইনিংসে ছিল তিনটি চার ও চারটি ছয়ের মার।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho