প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৪, ২০২৬, ১১:১৩ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২১, ২০২১, ১১:১৯ পি.এম
জঙ্গলে উন্নয়ন অব্যাহত রাখতে পুনরায় নৌকা চান নৃপেন্দ্রনাথ বিশ্বাস

রাজবাড়ী প্রতিনিধি ।।
আসন্ন ২৮ নভেম্বর রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা জঙ্গল ইউনিয়ন পরিষদ নির্বাচন। এ নির্বাচনে নৌকা মার্কার মনোনয়ন নিয়ে নির্বাচন করতে চান রাজবাড়ী জেলা আওয়ামীলীগের সদস্য, উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি, জঙ্গল ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি, দুবার আওয়ামীলীগের মনোনয়ন নিয়ে নির্বাচিত চেয়ারম্যান (একবার বিনাপ্রতিদ্বন্দিতায়) নৃপেন্দ্রনাথ বিশ্বাস। তিনি দীর্ঘ ১০ বছর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে এলাকার রাস্তা-ঘাট, ব্রীজ, কালভার্টসহ ব্যাপক উন্নয়ন সার্ধিত হয়েছে। মহামারি করোনা ভাইরাসের সময়ে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার প্রদানের পাশাপাশি চেয়ারম্যান নৃপেন্দ্রনাথ বিশ্বাস ও তার ছেলে লন্ডন প্রবাসী উৎপলেন্দু বিশ্বাস লিটন ব্যক্তিগত উদ্যোগে অসহায়, দুঃস্থদের ঘরে ঘরে খাদ্য সহায়তা পৌছে দিয়েছেন। তিনি এলাকায় ব্যাপক জনপ্রিয়। এ কারণে এবারও তাকে নৌকা প্রতিকের মনোনয়ন দিয়ে তৃতীয়বার এলাকার মানুষের সেবা করার সুযোগ সৃষ্টির দাবী জানিয়েছেন এলাকার সাধারণ মানুষ।
এ বিষয়ে জঙ্গল ইউনিয়নের চেয়ারম্যান নৃপেন্দ্রনাথ বিশ্বাস বলেন, আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন বার্তা মানুষের ঘরে ঘরে দীর্ঘ ১০ বছর ধরে পৌছে দেওয়ার কাজ করে আসছি। দুবার আওয়ামীলীগের মনোনয়ন পেয়ে একবার ভোটে ও একবার বিনাপ্রতিদ্বন্দিতায় চেয়ারম্যান হয়েছি। এবার যদি দলীয় মনোনয়ন প্রদান করা হয় তাহলে তৃতীয়বার নির্বাচিত হয়ে আওয়ামীলীগের ঘাটি হিসেবে পরিচিত জঙ্গল ইউনিয়নের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে পারবো।
বার্তাকণ্ঠ /এন
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho