মীর দুলাল, হবিগঞ্জ জেলা প্রতিনিধি।।
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার রাজার বাজার সরকারি উচ্চ বিদ্যালয় সংলগ্ন সড়কে বালুবাহী ট্রাক্টরের ধাক্কায় গুরুতর আহত হয়েছে এক স্কুল ছাত্রী
বৃহস্পতিবার (২১ অক্টোবর) দুপুরে বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী সুরমা আক্তারে হাত ভেঙ্গে গেছে বলে জানা যায়।
কিছুদিন আগে বালু বোঝাই ট্রাক্টরের ধাক্কায় একই স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী সুমাইয়া আক্তারের পা ভেঙ্গে যায়।
এ ঘটনার পর পরই স্কুলের সকল ছাত্রছাত্রী ও অবিভাবক মিলে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেন। তাদের একটাই দাবি স্কুল চলাকালীন সময়ে যেন বালুবাহী ট্রাক্টর চলাচল বন্ধ রাখা হয়।
ইতিপূর্বে স্কুলে চলাকালীন সময়ে বালুবাহী ট্রাক্টর চলাচল বন্ধের দাবিতে এলাকার সচেতন নাগরিকগণ ছাত্রছাত্রীদের নিয়ে বহু মানববন্ধন করেছেন।
পরে চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর তাদের দাবি আদায়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার স্মারক লিপিও প্রদান করেন।
তবুও অদৃশ্য কারণে বালুবাহী ট্রাক্টরের উৎপাত থামছে না বলে এলাকার সচেতন মহল ক্ষোভ প্রকাশ করেন।এলাকাবাসীর আরও অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে চুনারুঘাটের খোয়াই নদী থেকে একটি প্রভাবশালী মহল বালু উত্তোলন করে রাজার বাজারের পাশে ডিপোতে ট্রাক্টর দিয়ে নিয়ে আসে। বিদ্যালয়ের পাশ দিয়ে শত শত ট্রাক্টর বেপরোয়া গতিতে আসা-যাওয়ায় ছাত্রছাত্রীদের লেখাপড়ার বিঘ্ন ঘটে।
ট্রাক্টর বেপরোয়া চলাচলের কারণে অনেক ছাত্র-ছাত্রী ট্রাক্টারের ধাক্কায় আহত হয়। রাস্তায় দিনরাত যানজট লেগে থাকে।
বার্তাকণ্ঠ /এন
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho