প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২২, ২০২৬, ৮:৩০ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২২, ২০২১, ৪:০৫ পি.এম
সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে কুবিতে মোমবাতি প্রজ্জ্বলন

কুবি প্রতিনিধি, কৌশিক আহমেদ।।
সারাদেশে সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে প্রতীকী কবিতা আবৃত্তির মাধ্যমে প্রতিবাদ জানিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যায়ের (কুবি) আবৃত্তি সংগঠন অনুপ্রাস কন্ঠচর্চা কেন্দ্র।
বৃহস্পতিবার (২১ অক্টোবর )সন্ধ্যায় কেন্দ্রীয় শহীদ মিনারে এ কর্মসূচি পালন করেন তারা।
সংগঠনটির সভাপতি সানজিদা ইসলামের সঞ্চালনায় কর্মসূচীর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী। তিনি বলেন, সব ধর্মের মধ্যে অহিংস চেতনা বিদ্যমান। তাই অসাম্প্রদায়িক বাংলাদেশে সাম্প্রদায়িকতার চর্চা চলবে না। প্রতিবাদ মানে গাড়ি ভাঙচুর না,এগুলা সন্ত্রাস।
এভাবে চলতে থাকলে এ সমাজ হবে সন্ত্রাসীদের অভয়ারণ্য। আমরা জানি সন্ত্রাসীদের সংখ্যা কম। তবুও কেনো আমরা তাদেরকে ভয় পায়। এই কম সংখ্যক সন্ত্রাসীদের হাতে দেশকে ছেড়ে দেওয়া যাবে না। যে যত সত্যের কাছাকাছি যাবে সে ততই অহিংস হবে।
সংগঠনটির উপদেষ্টা ও ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. হাবিবুর রহমান বলেন, কবিতায় রুখে দিতে পারে সন্ত্রাস, একটা কবিতা ইতিহাস হতে পারে, একটা কবিতা আন্দোলনের হাতিয়ার হতে পারে, কবিতাই আমাদের সাম্প্রদায়িক চিন্তা বিনাশ করতে পারে। অসাম্প্রদায়িক বাংলাদেশে সাম্প্রদায়িকতার ঠাঁই নাই। আমরা সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়বো কবিতার মাধ্যমে, কণ্ঠের মাধ্যমে।
এসময় বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. শামিমুল ইসলাম, সাধারণ সম্পাদক ও প্রক্টর ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দীন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট ড. মোকাদ্দেস উল ইসলামসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বার্তাকণ্ঠ /এন
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho