প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৪, ২০২৫, ৯:১৫ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৩, ২০২১, ৮:৩৫ পি.এম
সাতক্ষীরার আগরদাড়িতে সাম্প্রদায়িক সম্প্রীতি ও সৌহার্দ্য রক্ষার্থে মতবিনিময় সভা

আতাউর রহমান, সাতক্ষীরা ব্যুরো।।
আজ শনিবার (২৩ অক্টোবর) বিকালে সাম্প্রদায়িক সম্প্রীতি ও সৌহার্দ্য রক্ষার্থে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব মো. বাবুল আক্তারের সভাপতিত্বে
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পুলিশের অভিভাবক সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার) মহোদয়, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো. সজিব খান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ)এবং জনাব মো. ইকবাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার ( সদর ), অতিরিক্ত দ্বায়িত্ব (সদর সার্কেল) সাতক্ষীরা মহোদয়। উক্ত সভায় বীর মুক্তিযোদ্ধা, বর্তমান ও প্রাক্তন চেয়ারম্যান, সকল মেম্বর, কমিউনিটি পুলিশিং এর সভাপতি ও সেক্রেটারি, বিভিন্ন মসজিদের ইমাম, পুরোহিত, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক বৃন্দ সহ জাত, ধর্ম, বর্ণ, দল, মত নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করে।
প্রধান অতিথি দল মত নির্বিশেষে সবাইকে সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখতে আহ্বান জানান এবং সাতক্ষীরা জেলায় যেকোনো ধরণের সাম্প্রদায়িক অপতৎপরতার বিরুদ্ধে হুশিয়ারি ও যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণের কথা নিশ্চিত করেন। এছাড়াও তিনি সাম্প্রদায়িক অপশক্তি রুখতে নিয়মিতভাবে সোসাল মিডিয়া মনিটরিং হচ্ছে বলেও জানান।
বার্তাকণ্ঠ/এন
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho