প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৪, ২০২৫, ১০:৩৬ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৩, ২০২১, ৯:০৯ পি.এম
ক্ষেতলালে ফেন্সিডিলসহ গ্রেপ্তার- ১

শাহিনুর ইসলাম শাহিন, ক্ষেতলাল (উপজেলা)।।
জয়পুরহাটের ক্ষেতলালে বিশেষ অভিযান চালিয়ে ১৫ (পনের) বোতল ফেন্সিডিল উদ্ধার সহ ১(এক) জন আসামী কে গ্রেফতার করেছে থানা পুলিশ।
গ্রেফতারকৃত আসামী হলেন, ক্ষেতলাল উপজেলার বড়তারা ইউনিয়নের শিশির নাজিরপাড়া গ্রামের আঃ হাকিমের ছেলে খায়রুল ইসলাম (২৩)।
শনিবার ২৩ (অক্টোবর) ক্ষেতলাল থানা পুলিশ কর্তৃক জানা গেছে, ক্ষেতলাল থানায় কর্মরত এসআই রেজাউল করিম, তার সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান চালিয়ে ২২ (অক্টোবর) রাত্রি ১১ ঘটিকার সময় ক্ষেতলাল উপজেলার বড়তারা ইউনিয়নের শিশির নাজিরপাড়া গ্রামের আঃ হাকিমের ছেলে, খায়রুল ইসলাম, এর বাড়িতে অভিযান চালিয়ে তার টিন সেটের পূর্ব দূয়ারী মাটির শয়ন ঘরে তল্লাশি করিয়া ধৃত আসামীর দেখানো মতে তাহার শয়ন ঘরের খাটের উপর রাখা কালো রংয়ের একটি ব্যাগের ভেতর থেকে ১৫ (পনের) বোতল ভারতীয় আমদানী নিষিদ্ধ ফেন্সিডিলসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ। ওই সময় তার সাথে থাকা অপর আসামী শালবন গ্রামের মৃত আঃ গফুর মন্ডলের ছেলে, আনোয়ার হোসেন (৪০) পালিয়ে যায়।
উক্ত ঘটনায় গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ক্ষেতলাল থানায় একটি মামলা রুজু করা হলে, ২৩ (অক্টোবর) শনিবার আসামী কে জেল হাজতে প্রেরন করা হয়।
এ বিষয়ে ক্ষেতলাল থানা অফিসার ইনচার্জ নীরেন্দ্রনাথ মন্ডল ঘটনার তথ্য নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত আসমী কে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
বার্তাকণ্ঠ /এন
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho