প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৩, ২০২৬, ১:৪৮ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৩, ২০২১, ১০:১১ পি.এম
যশোরে গ্রিলকাটা চোর চক্রের ৫ সদস্য আটক
যশোর প্রতিনিধি।।
যশোর ডিবি পুলিশ গ্রিলকাটা চোরচক্রের ৫ সদস্যকে আটক করেছে। এছাড়া তাদের কাছ থেকে দেড় ভরি চোরাই সোনার গহনা, দুইটি চোরাই মোবাইল ফোনসেটসহ চারটি মোবাইল ফোনসেট, গ্রিলকাটার সরঞ্জাম এবং সোনা সাদৃশ্য বালা ও মাদক সেবনের সরঞ্জাম জব্দের দাবি করা হয়েছে।
আটক ৫জন হলো, যশোর শহরের খড়কী সার্কিট হাউজপাড়ার বিল্লালের বাড়ির ভাড়টিয়া আইয়ুব হোসেনের ছেলে সাকিল হোসেন (২২), শহতলীর পুলেরহাট তফসীডাঙ্গা এলাকার আব্দুল ওহাব হোসেনের ছেলে সুমন হোসেন (২৭), চাঁচড়া রায়পাড়ার মোহাম্মদ রাসুর ছেলে জনি ওরফে খোড়া জনি (২৫), শহতলীর চাঁচড়া ভাতুড়িয়া দাড়িপাড়ার আব্দুল করিম গাজী (৪৫) ও তার স্ত্রী রুবিনা আক্তার (৩০)। গত শুক্রবার (২২ অক্টোবর) রাত সাড়ে ৮টা থেকে শনিবার ভোর সাড়ে ৫টা পর্যন্ত পুলেরহাট ও ভাতুড়িয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
জেলা পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৮ আগস্ট দিবাগত রাকে শহরের কারবাল বামনপাড়া এলাকার রেজাউল করিমের দোতলা বাড়ির গ্রিলকেটে ঘরে ঢুকে আলমারি ভেঙ্গে ৬ ভরি সোনার গহনা, নগদ টাকা ও দুইটি মোবাইল ফোনসেট চুরি করে নিয়ে যায় এই চোরেরা। এই ঘটনায় কোতয়ালি থানায় একটি মামলা হয়। মামলাটি তদন্ত করে যশোর ডিবি পুলিশ। তদন্ত করতে গিয়ে এই চোরচক্রের সন্ধান পায়। পরে তাদের আটক করা হয়।
ডিবি পুলিশ আরো জানিয়েছেন, এই চক্রটি সংঘবদ্ধ। তারা শহর ও শহরতলীর বিভিন্ন বাড়ির গ্রিলকেটে জানালা-দরজা ভেঙে ঘরে ঢুকে সোনার গহনা, নগদ টাকাসহ মূল্যাবান জিনিসপত্র চুরি করে। আটককৃতদের মধ্যে জনি ও শাকিলের বিরুদ্ধে কোতয়ালি থানায় একাধিক মামলা আছে।
মিডিয়া সেল থেকে আরো জানানো হয়েছে, আটক ৫জনের মধ্যে শাকিলসহ তিনজন শনিবার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।
বার্তাকণ্ঠ /এন
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho