বার্তাকণ্ঠ ডেস্ক ।।
দিনশেষে নিজের জন্য সময় বের করাটাই কঠিন। নাগরিক জীবনে ব্যস্ততা অবসর দেয় না। কিন্তু কাজের পর কাজ করে গেলে একটা সময় পর শরীর ভেঙ্গে পরে। সে ভাঙা শরীর ভর করে মনেও। এতে এলোমেলো হয়ে যায় প্রতিদিনের জীবনযাপন।
তাই ব্যস্ততার মধ্যে যদি নিজের জন্য সময় বের না করতে পারেন তাহলে নানান রকম রোগ বাসা বাধতে পারে শরীরে। কাজের ফাঁকে কিছুটা হলেও সময় বের করে নিজের সঙ্গে কিছুটা সময় কাটান, ভালো লাগবে। রসদ পাবেন নতুন করে বাঁচার।
শরীরচর্চা করতে হবে
প্রতিদিনের সকালটা অল্প করে হলেও শরীরচর্চা দিয়ে শুরু করুন। এক্ষেত্রে যোগ ব্যায়াম শরীরের পক্ষে ভীষণ উপকারী। এতে শরীর সুস্থ ও ফিট থাকে।
পানি পান করবেন
পূর্ণবয়স্ক নারী-পুরুষ সবার প্রতিদিন ৪ লিটার পানি পান করা দরকার। তাই কাজের ফাঁকে ফাঁকে মাঝেমধ্যেই প্রয়োজনে-অপ্রয়োজনে পানি পান করার চেষ্টা করবেন। এতে শরীর সুস্থ থাকে। আর অবশ্যই খেয়াল রাখবেন, পানি যেন বিশুদ্ধ হয়।
শাক-সবজি ও ফল
প্রতিদিন খাওয়ার পাতে ভাত কিংবা রুটির সাথে সবুজ সবজি তো অবশ্যই খাবেন। খাওয়ার অন্তত ৩০ থেকে ৪০ মিনিট পর ফল খাওয়ার চেষ্টা করবেন। নিয়মিত ফল খেলে শরীর অনেক বেশি সুস্থ থাকে।
ঘুমের প্রয়োজন
কাজের ব্যস্ততায় অনেকেই খুব অল্প সময় ঘুমেতে পারেন। রাত জেগে কাজ, আবার পরদিন কাজের চাপে মানুষের শরীর আস্তে আস্তে ভেঙে যায়। তাই হাজারো কাজের চাপ থাকলেও, দিনে একটা পর্যাপ্ত সময় পর্যন্ত মানুষের ঘুমের খুবই প্রয়োজন। সাধারণত প্রতিদিন ৮ ঘণ্টা ঘুমানোর চেষ্টা করবেন।
মানুষের মনের সঙ্গে শরীরের একটা বিশেষ সম্পর্ক আছে। শরীর যতই সুস্থ থাক না কেন, মন ভালো না থাকলে, শরীরটাও যেন পাশে থাকে না। তাই শরীরকে সুস্থ রাখতে মন খুলে হাসুন। নিজে হাসুন এবং সেই সঙ্গে অন্যকেও হাসতে সাহায্য করুন।
বার্তাকণ্ঠ/এন
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho