প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ৩, ২০২৫, ৫:৫২ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৫, ২০২১, ৫:১৯ পি.এম
চন্দনাইশে বিট পুলিশিং-সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি ।।
পুলিশই জনতা, জনতাই পুলিশ" এই শ্লোগানে চট্টগ্রামের চন্দনাইশ থানার আয়োজনে সোমবার (২৫ অক্টোবর) সকাল ১১ টায় চন্দনাইশ পৌরসভা কার্যালয় প্রাঙ্গণে বিট পুলিশিং ও সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়। চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাছির উদ্দিন সরকারের সভাপতিত্বে ও চন্দনাইশ পৌরসভা কাউন্সিলর মোরশেদুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) মাহফুজা জেরিন, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চন্দনাইশ পৌরসভা মেয়র মু: মাহাবুবুল আলম খোকা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহেদুল ইসলাম, দক্ষিণ জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি ও বরকল ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান।
আলোচনায় অংশ নেন চন্দনাইশ পৌরসভা আওয়ামী লীগ সভাপতি কায়সার চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা মহিলা লীগের দপ্তর সম্পাদক সঞ্চিতা বড়ুয়া, চন্দনাইশ পৌরসভার প্যানেল মেয়র-২ মাসুদুর রহমান, কাউন্সিলর শাহেদুল আলম, লোকমান হাকিম, মোজাম্মেল হক, মহিলা কাউন্সিলর শিরিন আক্তার, কমিউনিটি পুলিশের বিভিন্ন ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক, বিভিন্ন মসজিদের ইমাম, মন্দিরের পুরোহিত ও পুজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ। সভায় বক্তারা বলেন,বাংলাদেশে হাজার বছর ধরে আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি লালন করে আসছি। তারই ধারাবাহিকতায় আগামী দিনেও আমরা সকলে মিলেমিশে শান্তিপূর্ণ সহবস্থান বজায় রাখবো। সাম্প্রদায়িক হানাহানি বা কোন ধরনের বিভেদের সুযোগ নেই। সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে সম্প্রীতি বিনষ্ট হয় এমন কাজ থেকে সকলকে বিরত থাকতে হবে। কোন ধরণের গুজবে কান না দিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার অপচেষ্টাকারীদের ঐক্যবদ্ধভাবে প্রতিহত করার আহবান জানান বক্তারা।
বার্তাকণ্ঠ/এন
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho