প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৯, ২০২৬, ৮:৫৯ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৫, ২০২১, ৬:৫৪ পি.এম
শরণখোলায় গাছে বিদ্যুৎ ছিটকে পড়ে গুরুতর আহত কৃষক

নাজমুল ইসলাম, শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি ।।
বাগেরহাটের শরণখোলায় নারকেল গাছে উঠে বিদ্যুৎ স্পর্শে ছিটকে নিচে পড়ে গুরুতর আহত হয়েছেন আনছার গাজি (৫৫) নামে মধ্য বয়সী এক কৃষক। (২৫ অক্টোবর) সোমবার সকালে উপজেলার সাউথখালী ইউনিয়নের শরণখোলা গ্রামে এ ঘটনা ঘটে । আহত আনছার গাজি ওই গ্রামের মৃত ছত্তার গাজির ছেলে ।
নিকটতম আত্মীয় বজলু পঞ্চায়েত জানান, আনছার গাজি আমার ফুফা । পেশায় তিনি একজন কৃষক ও দিনমজুর । সোমবার সকাল ৮টার দিকে নারকেল পাড়ার উদ্দেশ্যে বাড়ির একটি ৩০ ফুট লম্বা গাছে ওঠেন তিনি । এসময় তিনি গাছের সাথে থাকা বিদ্যুৎ লাইনের তারের স্পর্শে ছিটকে নিচে পড়ে যান। তখন তাকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাই।
শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা.নাদিয়া নওরিন তাসনোভা বলেন, গুরতর আহত ওই ব্যক্তির গাড়ে ও নিচের অংশে আঘাত লেগেছে । এর কারণে তার কোমর থেকে নিচের অংশ প্যারালাইজট হয়েগেছে। উন্নত চিকিৎসায় হয়ত ভাল হতে পারে।
বার্তাকণ্ঠ/এন
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho