প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ৩, ২০২৫, ৮:২৮ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৫, ২০২১, ১১:৪১ পি.এম
শ্রীনগরে অগ্নিকান্ডে ৫ দোকান ভস্মীভূত, ৩৫ লাখ টাকার ক্ষতি

শহিদ শেখ (পাখি) মুন্সীগঞ্জ প্রতিনিধি।।
মুন্সীগঞ্জের শ্রীনগরে অগ্নিকান্ডে ৫ টি দোকান ভস্মীভূত। সোমবার রাত আনুমানিক পনে ৩ টার দিকে উপজেলার বারৈগাও বাজারে এই ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে আনুমানিক ৩৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থরা দাবি করেছে।
এদিকে অগ্নিকান্ডের সময় ঘটনাস্থলে দেরিতে পৌছানোর কারনে ফায়ার সার্ভিসের গাড়ি উত্তেজিত জনতার রোষানলে পড়েন। ফায়ারসার্ভিসের সদস্যদের আসার পূর্বে আগুন নেভানো হয়ে গেলে দেরিতে পৌছানোর কারনে ক্ষিপ্ত হয়ে পড়েন স্হানীয় জনতা। পরে বাধ্য হয়ে ঘটনাস্থল থেকে ফায়ারসার্ভিস সদস্যদের ফেরত আসতে হয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রবিবার দিবাগত রাত আনুমানিক পনে ৩টার সময় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডে সূত্রপাত হয়। এতে তাওহিদা কসমেটিকস, নাইম কসমেটিকস, নেট কানেক্ট, আনাস স্টুডিও, কাওছার স্টোর নামে দোকান পুরে ছাই হয়ে যায় । স্থানীয় জনগণ ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
বাজার কমিটির সহ-সাধারণ সম্পাদক শামিম হোসেন বিপব বলেন, যারা ক্ষতি গ্রস্থ হয়েছেন তাদেকে সরকারি ভাবে ক্ষতি পূরণের জোর দাবি জানায়।
শ্রীনগর ফায়ার সার্ভিসের ওয়ারহাউজ ইন্সপেক্টর মাহফুজ রিবেন জানান, রাত ৩টা ২২মিনিটে আমার অগ্নিকান্ডের কল পাই। ঘটনাস্থল কাছাকাছি ছিলো। আমরা পৌছাই ৩টা ৩৪মিনিটে। তবে বাজারে জড়ো হওয়া প্রচুর সংখ্যক উত্তেজিত জনতার কারনো আগুন নেভানোর কাজ করা যায়নি। তারা ফায়ার সার্ভিসের গাড়ি লক্ষ্য করে ঢিল ছুড়ে। গাড়ির একপাশের কাঁচ ভেঙে যায়। পরিস্থিতি বেসামাল দেখে উপস্থিত পুলিশ সদস্যদের পরামর্শে ফিরে আসতে হয়েছে। আগুন নেভানোর কাজে অংশ নেওয়া যায়নি।
বার্তাকণ্ঠ/এন
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho