যশোর প্রতিনিধি।।
চাল, ডাল, ভোজ্যতেলসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে যশোরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমাবার দুুপুর ১২টায প্রেসক্লাব যশোরের সামনে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট যশোর শাখার উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
সংগঠনের সভাপতি আশুতোষ বিশ্বাসের নেতৃত্বে ঘন্টাব্যাপী মানববন্ধনে সংগঠনের নেতাকর্মীদের সাথে পথচারীরাও অংশ নেন। এসময় নেতৃবৃন্দ বলেন, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য অতীতের সকল রেকর্ড ভঙ্গ করেছে। মানুষ সংসার চালাতে গিয়ে হিমশিম খাচ্ছে। নুন আনতে পানতে ফুরানোর অবস্থা হয়েছে। এ অবস্থায় দ্রব্যমূল্যের এ উর্ধ্বগতি কমিয়ে ক্রয় ক্ষমতার মধ্যে আনতে সরকারকে উদ্যোগী হওয়ার জন্য মানববন্ধন থেকে আহবান জানানো হয়।
মানববন্ধনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট যশোর শাখার সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, ট্রেড উইনিয়ন সংগের সাধারণ সম্পাদক কৃষ্ণালাল সরকারসহ প্রমুখ।
বার্তাকণ্ঠ /এন
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho