দেলোয়ার হোসেন, ঢাকা ব্যুরো ।।
রাজধানীর উত্তর বাড্ডায় (মিসরিটোলা, থানার গলী) তৃতীয় লিঙ্গ সম্প্রদায়ের জন্য “দাওয়াতুল কুরআন তৃতীয় লিঙ্গের মাদরাসা”র বাড্ডা শাখার শুভ উদ্বোধন হয়। উদ্বোধন করেন দাওয়াতুল কুরআন মাদরাসার মহাপরিচালক, বহুগ্রন্থ প্রনেতা মুফতি মুহাম্মাদ আবদুর রহমান আজাদ। সভাপতিত্ব করেন, বাড্ডা থানার হিজড়াদের গুরুমাতা পলি হিজড়া। সবক প্রদান করেন, মাওলানা আবদুল আউয়াল (ইমাম গুলশান-২) বক্তব্য রাখেন- মাওলানা আবদুল আজিজ হুসাইনী (প্রধান প্রশিক্ষক দাওয়াতুল কুরআন মাদরাসা) হাফেজ মাওলানা জামান আহমাদ সামির (ইমাম বায়তুল মামুর জামে মসজিদ, লেকপাড়, গুলশান-২) হাফেজ মাওলানা ওমর ফারুক (শিক্ষক দাওয়াতুল কুরআন মাদরাসা) হাফেজ মাওলানা সালিমুল্লাহ সেলিম (ইমাম হাজীপাড়া জামে মসজিদ, উত্তর বাড্ডা) হাফেজ মুহাম্মাদ তাওহিদুজ্জামান (প্রিন্সিপাল নূরে হেরা মাদরাসা, পূর্ব বাড্ডা) মুফতি শফিকুল ইসলাম (ইমাম উত্তর বাড্ডা) হাফেজ মাওলানা মাহমুদ আল হাসান (প্রশিক্ষক দাওয়াতুল কুরআন মাদরাসা) হাফেজ মাওলানা আবুল কাশেম (ইমাম বায়তুল মাহফুজ জামে মসজিদ, গুলশান-১) হাফেজ মাওলানা মুফতি মাহমুদুল হাসান (খতিব, মসজিদুল কুবা, পূর্ব বাড্ডা) রানী চৌধুরি (হিজড়া প্রতিনিধি)
মাদরাসার মহাপরিচালক মুফতি আবদুর রহমান আজাদ বলেন, আমরা কোনো এনজিও সংস্থা নই, সরকারী কোনো ফান্ড আমাদের নেই, কোনো জঙ্গীসংগঠন কিংবা রাজনৈতিক ব্যানার আমাদের নেই। আমরা স্ব উদ্যোগে এবং আমাদের নিজস্ব ফাউন্ডেশন ‘‘মরহুম আহমেদ ফেরদৌস বারী চৌধুরী ফাউণ্ডেশ” এর অধীনে আমাদের এ কাজগুলো পরিচালিত হচ্ছে। আমরা হিজড়াদের পাশাপাশি বেদে সম্প্রদায়, পথশিশু, বয়স্কা মহিলা, রিকসা শ্রমিক ও কর্মজীবী পুরুষদেরকেও কুরআন শিক্ষা দিচ্ছি।মূলত মানবিক দৃষ্টিকোন থেকেই এ অবহেলিত জনগোষ্ঠীর পাশে দাঁড়িয়েছি। সব মিলিয়ে এ পর্যন্ত প্রায় ৫০ টি শাখা খোলা হয়েছে।আমরা প্রতিটি শাখায় সম্পূর্ণ বিনা বেতনে এ শিক্ষা দিয়ে যাচ্ছি।দুআ করবেন, আল্লাহ যেমন ইখলাসের সাথে এ খেদমত করার তাওফিক দান করেন।
বার্তাকণ্ঠ/এন
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho