প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২১, ২০২৬, ৩:৫৩ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৬, ২০২১, ৩:১৭ পি.এম
কুবিতে ২ নভেম্বর থেকে সশরীরে ক্লাস, হল খুলছে কাল

কুবি প্রতিনিধি, কৌশিক আহমেদ ।।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) সশরীরে ক্লাস শুরু হচ্ছে আগামী ২ নভেম্বর থেকে। আর ২৭ অক্টোবর অর্থাৎ আগামীকাল থেকে শিক্ষার্থীদের জন্য আনুষ্ঠানিকভাবে হল খুলে দেওয়া হবে।
মঙ্গলবার (২৬ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ৮১তম সিন্ডিকেট সভা শেষে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. আবু তাহের।
তিনি বলেন, সিন্ডিকেট সভায় ২ নভেম্বর হতে স্বাস্থ্যবিধি মেনে বিশ্ববিদ্যালয় খোলার বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। আর হল সমূহ ২৭ অক্টোবর হতে খোলার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে।
এরআগে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় সশরীরে ক্লাস কার্যক্রম শুরু নিয়ে আলোচনা করা হয়।
প্রসঙ্গত, গত ৭ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলে সভায় ২৭ অক্টোবর হল খোলা ও ২৮ অক্টোবর বা ২ নভেম্বর ক্লাস শুরু করার সুপারিশ করা হয়। এর আগে গত বছরের মার্চে করোনাভাইরাসের করণে বিশ্ববিদ্যালয় বন্ধ হলেও তিন দফায় সশরীরে চূড়ান্ত পরীক্ষা নিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়।
সর্বশেষ সশরীরে শুরু হওয়া পরীক্ষা এখনো চলমান রয়েছে।
বার্তাকণ্ঠ/এন
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho