ঢাকা ব্যুরো।।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, যতই পেটান, মারেন আমাদের কর্মীদের ক্ষমতা আরও বাড়বে। অত্যাচার করে বেশি দিন ক্ষমতায় টেকা যাবে না বলে সরকারকে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
শনিবার (৩০ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়বাদী যুবদল আয়োজিত দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে এক মানববন্ধনে তিনি এ কথা বলেন।
এ সময় তিনি পুলিশকে উদ্দেশ্য করে বলেন, আপনারা সরকারি বেতনভুক্ত কর্মচারী, আওয়ামী লীগের নয়। আপনাদের ঘরেও সন্তান আছে। ভেবে দেখুন, আপনার সন্তানের গায়ে কেউ হাত তুললে কেমন লাগবে। আমাদের টাকায় গুলি কিনছেন, আমাদের মারছেন। কিন্ত একসময় আসবে এই সরকারের পতন ঘটবে। সময় আসবে এই সরকারের একজনও মাঠে নামার সাহস পাবে না।
বিএনপির এই সিনিয়র নেতা বলেন, দ্রব্যের দাম বাড়বে আবার কমবে এটাই স্বাভাবিক। কিন্তু বাংলাদেশে দ্রব্যমূল্য বাড়লে আর কমে না। কারণ, তারা সিন্ডিকেট করে টাকা বিদেশে পাচার করে নিয়ে যাচ্ছে।
মির্জা আব্বাস বলেন, খালেদা জিয়া ক্ষমতায় থাকার সময় তিন-তিনবার পূজা আর রোজা একসঙ্গে হয়েছে। সে সময় খালেদা জিয়া সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখেছিলেন। এই সরকার উসকানি দিয়ে সাম্প্রতিক দাঙ্গা লাগিয়ে পরে তারা প্রমাণ করতে চাইছেন তারা অসাম্প্রদায়িক। এসব করে ক্ষমতায় থাকতে চাইছে আওয়ামী লীগ।
যুবদলের নেতাকর্মীদের উদ্দেশ্য করে বলেন, আপনারা এসে প্রমাণ করেছেন অত্যাচার-অনাচার করে গণতন্ত্রকে আটকে রাখা যায় না, মানুষের অধিকারকে হরণ করা যায় না। তাই সবাইকে ঐক্যবদ্ধভাবে আন্দোলনের প্রস্তুতির আহ্বান জানান মির্জা আব্বাস।
মানববন্ধনে বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, উপদেষ্টা আমানুল্লাহ আমান, যুবদলের সভাপতি সাইফুল আলম মিলনসহ দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বার্তাকণ্ঠ /এন
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho