প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ৭, ২০২৫, ৯:৪৯ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৩০, ২০২১, ৪:০২ পি.এম
কু-প্রস্তাবে রাজী না হওয়ায় তরুনীর ঘরে ঢুকে ধর্ষণের চেষ্টা

রাজবাড়ী প্রতিনিধি।।
কু-প্রস্তাবে রাজী না হওয়ায় রাজবাড়ীর বালিয়াকান্দিতে রাতের অন্ধকারে এক তরুনী (১৭) ঘরে ঢুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী তরুনী শনিবার দুপুরে বালিয়াকান্দি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।
ওই তরুনী (১৭) জানায়, সে নলিয়া শ্যামা মোহন ইনস্টিটিউটে পড়ালেখাকালীন সময়ে পজেলার জামালপুর ইউনিয়নের তুলশীবরাট গ্রামের মোকলেছ খানের ছেলে রিপন খান (২০) উত্যক্ত করতো ও কু-প্রস্তাব দিতো। বিষয়টি অভিভাবকদের জানালে সে আরো ক্ষিপ্ত হয়ে ওঠে। শুক্রবার রাত ৯টার সময় শোবার ঘরের দরজা খুলে বাথরুমে গেলে এ সুযোগে ঘরে প্রবেশ করে খাটের নিচে লুকিয়ে থাকে। আমি ঘরে প্রবেশ করে দরজা দেওয়ার পরই আমার মুখ চেপে ধরে পরনের কাপড় খোলার চেষ্টা করাসহ ধর্ষণের চেষ্টা করে। আমার ডাকচিৎকারে অন্য ঘরে থাকা মা ও পার্শ্ববর্তী লোকজন এগিয়ে আসলে ঘরের দরজা খুলে দৌড়ে পালিয়ে যায়। বিষয়টি তাৎক্ষনিক ৯৯৯ এ ফোন দিয়ে অবহিত করলে থানায় অভিযোগ দিতে বলে। এ কারণে শনিবার দুপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি।
বালিয়াকান্দি থানার ওসি তারিকুজ্জামান বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত পুর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।
বার্তাকণ্ঠ /এন
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho