দেলোয়ার হোসেন, ঢাকা ব্যুরো ।।
কেরানীগঞ্জ উপজেলায় চলছে ইউনিয়ন পরিষদ নির্বাচনের মনোনয়ন জমা দেয়ার আমেজ। কেরানীগঞ্জ উপজেলা নির্বাচন কমিশনার অফিসের সামনে প্রার্থী ও সাধারন মানুষের ভীড় দেখা যায়। মনোনয়ন ফরম পছন্দের প্রার্থীকে নিয়ে উপজেলায় লোকজনে পরিপূর্ণ। ইউপি নির্বাচনে আগানগর আ'মীলীগের নৌকার দলীয় মনোনয়ন জমা দিলেন হাজি মোঃ জাহাঙ্গীর শাহ খুশি।আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে উপজেলার দক্ষিন কেরানীগঞ্জের ৫ টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ক্ষমতাশীন আওয়ামী লীগের দলীয় নৌকার মাঝিদের আনুষ্ঠানিক নাম ঘোষণা করা হয় গত ২৪ অক্টোবর। দক্ষিণ কেরানীগঞ্জে আগানগর ইউপি চেয়ারম্যান প্রার্থী হাজি মোঃ জাহাঙ্গীর শাহ খুশি দলীয় নেতা কর্মীদের নিয়ে মনোনয়ন ফরম জমা দেন।এসময় হাজি মোঃ জাহাঙ্গীর শাহ খুশি বলেন, আমি প্রথমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই। আমাকে দক্ষিণ কেরানীগঞ্জ থানার আগানগর ইউপি চেয়ারম্যান হিসেবে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন দেয়ার জন্য এবং ঢাকা - ৩ আসনের সংসদ সদস্য ও বিদ্যুৎ জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু, দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের আহবায়ক ও উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদকে আন্তরিক ধন্যবাদ জানাই। দল থেকে আমাকে পুনরায় আগানগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় চেয়ারম্যান প্রার্থী মনোনীত করায় কৃতজ্ঞতা জানাই । তিনি বলেন, জনগনের ভালবাসায় আমি সিক্ত। সাধারন ভোটাররা সামাজিক যোগাযোগ মাধ্যমে পুঃনরায় মনোনয়ন পাওয়ায় আমাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। আমি তাদের কৃতজ্ঞতা জানাই। আজ দলীয় নেতা কর্মীদের নিয়ে আমি মনোনয়ন ফরম জমা দিয়েছি। তিনি আরো বলেন,আমি আগানগর ইউনিয়নে চেয়ারম্যান হওয়ার পর প্রচুর কাজ করেছি। তারপরও যে সকল অসমাপ্ত কাজ রয়েছে সে কাজগুলো সামনে সমাপ্ত করব।আগানগর ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন পরিষদ হিসেবে গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি। এ সময় আগানগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক এ্যাড. জাকির আহমেদ, ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগের নেতা কর্মীসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা মনোনয়ন ফরম জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন। তৃতীয় ধাপের এই নির্বাচনের মনোনয়নপত্র দাখিল শেষ ২ নভেম্বর , মনোনয়নপত্র বাছাই ৪ নভেম্বর, প্রার্থীতা প্রত্যাহার ১১ নভেম্বর, প্রতীক বরাদ্দ ১২ নভেম্বর এবং ২৮ নভেম্বর ভোট গ্রহণ হবে।
বার্তাকণ্ঠ/এন
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho