প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৫, ২০২৬, ১১:৫৫ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১, ২০২১, ৪:৩৫ পি.এম
গ্রামবাংলার ঐতিহ্যবাহি লাঠিখেলা উৎসব

নড়াইল প্রতিনিধি ।।
খেলা শুধু খেলা নয় এ এক অনন্য শারীরিক কসরত, এটি আমাদের ঐতিহ্য, আত্মরক্ষার কৌশল, এর মাধ্যমে আসে শারীরিক ও মানসিক সুস্থতা। মুজিববর্ষ উপলক্ষে নড়াইলে অনুষ্ঠিত হলো গ্রামবাংলার ঐতিহ্যবাহি লাঠিখেলা উৎসব। শনিবার বিকালে নড়াইল সদর উপজেলার বাসগ্রাম ইউনিয়নের বি-গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই আয়োজন অনুষ্ঠিত হয়।
নড়াইল বীরশ্রেষ্ঠ নুর মোহাম্মদ লাঠিয়াল দল ও সাংস্কৃতিক সংগঠনের আয়োজনে লাঠি খেলা উৎসবে নড়াইলের দুটি দল, মাগুরা , কুষ্টিয়া ও যশোরের ১টি দল সহ মোট ৫টি দল অংশগ্রহণ করে। বিকাল থেকে শুরু হয়ে গভীর রাত পর্যন্ত লাঠি খেলা অনুষ্ঠিত হয়।
এই উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সম্মিলিত সাংস্কৃতিক জোট নড়াইলের সভাপতি মলয় কুমার কুন্ডুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার প্রবীর কুমার রায় ও অধ্যক্ষ (অবঃ) রওশন আলী।
করোনার কারণে প্রায় দুই বছর লাঠি খেলা বন্ধ ছিলো, সম্প্রতি করোনার প্রকোপ কম হওয়ায় পুনরায় তারা মাঠে ফিরতে পারায় খুশি খেলোয়ারসহ দর্শক। বিপুল সংখক দর্শক মনোমুগ্ধকর এই খেলা উপভোগ করেন।
প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান তার বক্তব্যে বলেন, আমরা চাই এই ঐতিহ্যবাহি খেলার প্রসার বৃদ্ধি পাক, আমরা এই খেলায় প্রচার প্রসারে আয়োজন করা সহ পৃষ্টপোষকতা করবো।
বার্তাকণ্ঠ/এন
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho