প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৩, ২০২৬, ৫:৫৯ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১, ২০২১, ৪:৫০ পি.এম
মনোনয়ন জমা দিতে যাওয়ার পথে স্বতন্ত্র প্রার্থীর ওপর হামলা

যশোর প্রতিনিধি ।।
ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়ন পত্র জমা দিতে যাওয়ার সময় যশোরের বাঘারপাড়ায় স্বতন্ত্র প্রার্থী বদর উদ্দিন মোল্যা ও তার ছেলেসহ পাঁচজন হামলার শিকার হয়েছেন। আহতরা যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সোমবার (০১ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে বাঘাপাড়া উপজেলার জহুরপুর ইউনিয়নের হুলিহট্র গ্রামে এই ঘটনা ঘটে। আহতদের মধ্যে মাহবুব নামে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে ডাক্তাররা জানিয়েছেন। জহুরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, থানা আওয়ামী লীগের সহ-সভাপতি বদর উদ্দিন মোল্যার অভিযোগ, আগামী ২৮ নভেম্বর ইউনিয়ন পরিষদের ভোট। তিনি মনোনয়ন পত্র জমা দিতে যাচ্ছিলেন। হুলিহট্র গ্রামে যাওয়া মাত্র তার প্রতিন্দ্বন্দ্বী প্রার্থী আসাদুজ্জামান মিন্টুর লোকজন তাদের উপর হামলা চালায়। হামলায় অংশ নেয় মাসুদ, রশিদ, করিম, জসিম, মমিন ও জাহাঙ্গীর। এসময় ওই হামলায় তিনি নিজে, তার ছেলে হাসিব ইকবাল লোটাস, মাহবুব, চঞ্চল এবং শাহরিয়ার মনু সবাই গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার আহম্মেদ তারেক শামস বলেন, মারপিটের শিকার পাঁচ জনের মধ্যে মাহবুবের অবস্থা আশঙ্কাজনক। জানতে চাইলে প্রতিন্দ্বন্দ্বী নৌকার প্রার্থী আসাদুজ্জামান মিন্টু বলেন, বদর উদ্দিন মোল্যার অভিযোগ সঠিক নয়। ষড়যন্ত্র করে তিনি নৌকার প্রার্থীর বদনাম করে ইস্যু তৈরি করছেন। পাশের শালিখা থেকে বিএনপি-জামায়াত লোকজন এনে কাজ করছেন। নিজেরা মারামারি করে নৌকার বদনাম করছেন বদর উদ্দিন।
এ বিষয়ে বাঘারপাড়া থানার ওসি ফিরোজ উদ্দিন বলেন, জহুরপুর ইউনিয়নে মারামারির ঘটনায় কয়েকজন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। ঘটনাস্থল এবং হাসপাতালে পুলিশের পৃথক দুটি টিম পাঠানো হয়েছে।
বার্তাকণ্ঠ/এন
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho