ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ।।
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ‘ধর্মতত্ত্ব ও ইসলামী শিক্ষা’ অনুষভুক্ত ‘ডি’ ইউনিটের ভর্তিপরীক্ষা সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (২ নভেম্বর) স্বতন্ত্রভাবে ক্যাম্পাসস্থ অনুষদ ভবনে (বেলা ১১-১২টা) এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। তিনশ আসনের বিপরীতে ইউনিটটিতে ১ হাজার ৩১৯ জন শিক্ষার্থী আবেদন করেন। পরীক্ষায় অংশগ্রহণ করেন ৮৬ শতাংশ ভর্তিচ্ছু।
জানা গেছে, পরীক্ষা চলাকালে পরীক্ষার হল পরিদর্শন করেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম। এসময় উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান, ট্রেজারার অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া সহ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, প্রমুখ উপস্থিত ছিলেন।
উপাচার্য বলেন, ‘আমরা গুচ্ছের অধীনে ছিলাম। তবে ‘ধর্মতত্ত্ব ও ইসলামী শিক্ষা’ অনুষদ আমাদের বিশ্ববিদ্যালয়ে একক হওয়ার স্বতন্ত্রভাবেই ভর্তিপরিক্ষা নেয়া হলো। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। সংশ্লিষ্ট সবাইকে আমি ধন্যবাদ জানাই।
প্রসঙ্গত, দেশে প্রথমবারের মত অনুষ্ঠিত গুচ্ছ পচ্ছতির ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছিলো ইসলামী বিশ্ববিদ্যালয়। সে হিসেবে বিজ্ঞান, মানবিক ও বানিজ্য শাখার পরীক্ষাগুলো এই পদ্ধতিতে হলেও; দেশের একমাত্র বিশ্ববিদ্যালয় হিসেবে স্বতন্ত্রভাবে অনুষ্ঠিত হলো ‘ধর্মতত্ত্ব ও ইসলামী শিক্ষা’ অনুষদভুক্ত ‘ডি’ ভর্তিপরীক্ষা।
বার্তাকণ্ঠ/এন
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho