প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১২, ২০২৬, ১২:০৮ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২, ২০২১, ৬:০৪ পি.এম
ভোট কেন্দ্র পরিবর্তনের দাবিতে বকশীগঞ্জে মানববন্ধন

আল মোজাহিদ বাবু, বকশীগঞ্জ (জামালপুর) ।।
জামালপুরের বকশীগঞ্জ উপজেলার ৬নং নিলাক্ষিয়া ৯নং ওয়ার্ডের ভোট কেন্দ্র পরিবর্তন ও অতিরিক্ত ভোট কেন্দ্র স্থাপনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে বকশীগঞ্জ নিলক্ষিয়া ইউনিয়নের জানকিপুর নূরগঞ্জ বাজারে ঘণ্টাব্যাপী মানববন্ধনে ইউনিয়নের জানকিপুরমির্ধাপাড়া, নতুনবাশকন্দা, পুরাতনবাশকান্দা, জানকিপুর ভাটিয়াপাড়ার ৫ শতাধিক মানুষ অংশ নেয়।
মানববন্ধনে বক্তারা বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনের ৯নং ওয়ার্ডে ভোট কেন্দ্রটি দারিয়াপাড়া হওয়া যা আমাদের ৪টি গ্রাম থেকে ৪/৫ কিলোমিটার দুরত্ত। ভোট কেন্দ্রটি দূরে হওয়ায় আমাদের ভিবিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। আর একটি বিশেষ মহলের সমস্যার সম্মুখীন পরতে হয় । বর্তমানে কেন্দ্রটি একজন মেম্বার প্রার্থীর বাড়ির সংলগ্ন হওয়ায় সুষ্ঠু ভোট গ্রহণ নিয়ে শঙ্কা প্রকাশ করছেন ভোটাররা। এ অবস্থায় ৯নং ওয়ার্ডের পূর্বের কেন্দ্রেটি পরিবর্তন করে জানকিপুর আদর্শ উচ্চবিদ্যালয়ে ভোট কেন্দ্র স্থাপনের দাবি জানান তারা। এছাড়া অবাধ সুষ্ঠু নির্বাচনের স্বার্থে বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) ও নির্বাচন কর্মকর্তা বরাবর লিখিত আবেদন প্রদান করেন মানববন্ধনে অংশ নেওয়া এলাকাবাসী।
বার্তাকণ্ঠ/এন
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho