হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি।।
শহীদ মুক্তিযোদ্ধা বাজারে পাইকারি কাঁচামাল ব্যবসায়ী জাহিদুল ইসলামের আড়তে চুরি ও জাহিদুল ইসলামকে হত্যার হুমকি দাতা লুৎফর রহমান লাদেনের সঠিক বিচারের দাবীতে লালমনিরহাটের হাতীবান্ধায় প্রতিবাদ সমাবেশ করেছে কাঁচামাল ব্যবসায়ীরা।
শুক্রবার সকালে উপজেলার শহীদ মুক্তিযোদ্ধা বাজারে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে উপজেলার বিভিন্ন হাট-বাজারের কাঁচামাল ব্যবসায়ীরা অংশ নেন।
উক্ত সমাবেশে বক্তব্য রাখেন, ভুক্তভোগী পাইকারি কাঁচামাল ব্যবসায়ী জাহিদুল ইসলাম, শহীদ মুক্তিযোদ্ধা বাজার কমিটির সাধারণ সম্পাদক বজলার রহমান বজু, বাজারের ইজাদার কর্তৃপক্ষ সদস্য হাবিবুর রহমান হাবিব, জাহিদুল ইসলাম, ওমর ফারুক মানিক, বীর মুক্তিযোদ্ধার সন্তান দুলাল মিয়া, কাঁচামাল ব্যবসায়ী মোকলেছার রহমান, আ: কুদ্দুস , মাহবুল ইসলাম ও মৎস ব্যবসায়ী নাসিরসহ আরও অনেকে।
ব্যবসায়ী জাহিদুলকে হত্যার হুমকি দাতা ও চুরির ঘটনায় গ্রেপ্তারকৃত লুৎফর রহমান লাদেনের সঠিক বিচারের দাবী জানান।
উল্লেখ্য; গত বুধবার ভোর রাতে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার মুক্তিযোদ্ধা বাজারের শাহিন বানিজ্যলয় নামক কাঁচামালের আড়ৎ থেকে প্রায় ২ লক্ষ ৩১ হাজার টাকা চুরির অভিযোগে লুৎফর রহমান লাদেনসহ(৫০) তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে বৃহস্পতিবার সকালে গ্রেপ্তকারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এর আগে বুধবার দিনভর অভিযান চালিয়ে উপজেলার দক্ষিন গড্ডিমারী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ।
বার্তাকণ্ঠ /এন
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho