প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৮, ২০২৬, ৪:১৬ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৬, ২০২১, ৪:২০ পি.এম
হাতিবান্ধায় স্কুল শিক্ষকের বসতবাড়ি জবরদখলের অভিযোগ

মোস্তাফিজুর রহমান, লালমনিরহাট।।
লালমনিরহাট হাতিবান্ধায় উপজেলায় ক্ষমতা দাপটে ও কিছু অসাধু ব্যাক্তির যোগসাজসে অব: স্কুল শিক্ষকের বসতবাড়ী জবর দখলে নিয়েছে কলেজ শিক্ষক বিধুভুষণ গং থানায় অভিযোগ দায়েরের চারদিনেও ঘটনাস্থল তদন্ত করেনি পুলিশ । বিধুর লোকজনের হুমকি ও অস্ত্রের আঘাতের ভয়ে জীবন বাচাতে অন্যের বাড়ীতে আশ্রয় নিয়েছেন ভুক্তভোগি অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক প্রেমেন্দ্রে বর্মনের পরিবার ।
অভিযোগ সূত্র ও সরেজমিনে জানাগেছে অর্থবিত্ত্ববান প্রভাবশালী কুচক্রি কলেজ শিক্ষক বিধুভুষণ,তার দুই ছেলে যথাক্রমে ডাক্তার হিরম্ব সাগর ও দেবাশিষ সৈকত স্থানীয় উপজেলা ভুমি অফিসের সার্ভেয়ার জাহাঙ্গীরকে ম্যানেজ করে তারই যোগ সাজসে জমির মনগড়া সীমানা নির্ধারন করে স্কুল শিক্ষকের বাড়ীতে তালা ঝুলিয়ে ও বাঁশের ঘেরা দিয়ে জবর দখল করে নেয়। অভিযোগ সূত্রে আরও উল্যেখ রয়েছে বিধুভুষণ ও স্কুল শিক্ষক প্রেমেন্দ্রের মধ্যে দীর্ঘদিন ধরে বিবাদ চলে আসছে ।
অভিযোগে উল্ল্যেখিত এক নং অভিযুক্ত বিধুভুষনের সাথে এবিষয় নিয়ে কথা বললে তিনি জানান,সে তার জমি ও বাড়ী নিয়েছে তাতে কাউকে কিছু বলার নেই। এ বিষয়ে কথা বললে তাকেও অপমান করা সহ হেনস্তা করা হবে। এসময় তার ছোটছেলে ৩ নং অভিযুক্ত স্বদম্ভে দা হাতে নিয়ে বলে কোন কথা হবে না জমি বাড়ী তাদের তাই কারও সাথে কথা বলার বা এ বিষয়ে উত্তর দেয়ার কিছু নাই । এর আগে উক্ত বিষয়ে হাতিবান্ধা উপজেলা ভুমি অফিসের সার্ভেয়ার জাহাঙ্গীরের সাথে বিষযটি নিয়ে কথা বললে তিনি জানান স্যারের নির্দেশে জমির সীমানা করেছি, প্রেমেন্দ্র’র জমি তাতে থাকবেকিনা সেটা পূণরায় সীমানা নির্ধারণ করলে বোঝা যাবে। ঠিক কিছুক্ষণ পর ডাক্তার সাগর মোবাইল ফোনে বলেন,হাতিবান্ধায় তার সাথে দেখা করতে হবে, কিন্তু কেন ?
এ বিষয়ে হাতিবান্ধা থানার ওসির সাথে ফোনে কথা বললে তিনি জানান, অভিযোগ হাতে পেলে তদন্ত করে দেখা হবে। প্রেমেন্দ্র’র বাড়ী দখল চলাচলের রাস্তা বন্ধ বিষয়টি মানবিকদিৃষ্টিতে কেমন দেখছেন জানতে চাইলে হাতিবান্ধার ইউএনও উত্তরে বলেন, লিখিত অভিযোগ পেলে তদন্ত করে সার্ভেয়ার জড়িত থাকলে তার বিরুদ্ধে যেমন ব্যবস্থা নেয়া হেবে,তেমনি বাড়ী বা জমির বিষয়টি তদন্ত করে দেখা হবে।
স্থানীয় একাধিক সচেতন মহল জানান,কলেজ শিক্ষক ও তার বড় ছেলে সরকারী চাকুরী করে অনেক টাকা হওয়ায় তারা টাকা আর ক্ষমতা ব্যবহার করে প্রেমেন্দ্র’র পরিবারকে বাড়ী ছাড়া করেছে । তাছাড়াও তারা বাপ ছেলে সরকারী চাকুরী করার সুবাদে স্থানীয় প্রশাসনকে ম্যানেজ করার যথেষ্ট অর্জন তাদের আছে । তাদের ক্ষমতার দাপটে প্রকাশ্যে কেউ স্বাক্ষী ও ক্যামেরায় কথা বলতে রাজি হননি ।
তাহলে চার দিনেও যেখানে পুলিশ তদন্ত করতে ঘটনাস্থলে যায়নি,তাহলে আর কতদিন লাগবে এ ঘটনার তদন্ত শেষ হতে তা সংশ্লিষ্ট এলাকার সচেতন মহলের এমন মন্তব্য।
উক্ত ঘটনার ন্যায় বিচার চায় ভুক্তভোগী প্রেমেন্দ্র বর্মনের পরিবার সহ নাম প্রকাশে অনেচ্ছুক অনেকে।
বার্তাকণ্ঠ /এন
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho