Barta Kontho
নিবন্ধন নম্বর: ৪৬১শনিবার , ১৩ নভেম্বর ২০২১
 1. 1st Lead
 2. 2nd Lead
 3. অপরাধ
 4. আইটি বিশ্ব
 5. আইন ও আদালত
 6. আন্তর্জাতিক
 7. আবহাওয়া
 8. ইসলাম
 9. খেলাধুলা
 10. চাকুরি
 11. ছবি ঘর
 12. জাতীয়
 13. জেলার খবর
 14. ট্রাভেল
 15. নির্বাচন

কুমিল্লা একতা সংঘের উদ্যোগে আজিমুশ্শান নূরানী মাহফিল

বার্তাকন্ঠ
নভেম্বর ১৩, ২০২১ ৮:৫৯ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম।। 

বিত্র ঈ-এ-মিলাদুন্নবী (সা:) উদযাপন উপলক্ষে চট্টগ্রামস্থ বৃহত্তর কুমিল্লা একতা সংঘের উদ্যোগে আজিমুশ্শান নূরানী মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
শুক্রবার (১২ নভেম্বর) নগরীর পশ্চিম মাদারবাড়ি যুগীচাঁদ মসজিদ লেইন বরই গাছতল মোড়ে সংগঠনের সভাপতি নুরুজ্জামান খসরুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান বক্তা ছিলেন উত্তর হালিশহর বড়পুল নতুন পাড়া দরবারের আযম কুতুবুল এরশাদ, শাহেন শাহে বেলায়েত শাহ সূফী হযরত খাজা মুহাম্মদ ইসমাঈল হোসেন। বিশেষ বক্তা ছিলেন পশ্চিম মাদারবাড়ি জাহানারা-ইব্রাহিম ফাউন্ডেশন জামে মসজিদের খতিব আল্লামা মুফতি রেজাউল কাউসার ও গোমদন্ডী ইসলামিয়া সিনিয়র আলিম মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ্ব মৌলানা সরোয়ার কামাল আল-কাদেরী। উদ্বোধক বক্তা ছিলেন পশ্চিম মাদারবাড়ি জাহানারা-ইব্রাহিম ফাউন্ডেশন জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা হোছাইন কুতুবী।
মাহফিলে সার্বিক তত্ত্ববধানে ছিলেন বৃহত্তর কুমিল্লা একতা সংঘ চট্টগ্রামের সাবেক সভাপতি কামাল হোসেন ও জামিল হোসেন।
বৃহত্তর কুমিল্লা একতা সংঘের সাধারণ সম্পাদক রবিউল আলম লিটনের সঞ্চলনায় মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন মাহফিল পরিচালনা কমিটির আহবায়ক ওমর ফারুক, সদস্য সচিব এনামুল হক মিলন, যুগ্ম আহবায়ক কামাল হোসেন, ওমর ফারুক, যুগ্ম সচিব মনির হোসেন, আবদুল আজিজ, র্অথ সচিব রুবায়েত হোসেন রুবেল, সদস্য নুর হোসেন সোহাগ, লাল মিয়া, রাসেল মিয়া, হানিফ মিয়া, আবুল কালাম, সানজিদ হোসেন রাকিব, জসিম উদ্দীন, সাইফুল ইসলাম।
 বার্তাকণ্ঠ /এন

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।