মোস্তাফিজুর রহমান লালমনিরহাট প্রতিনিধিঃ
লালমনিরহাটের হাতীবান্ধায় কুখ্যাত রাজাকারের সন্তান নূরল আমিনকে নৌকার মনোনয়ন না দেওয়ার দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন হাতীবান্ধা উপজেলা ছাত্রলীগ। এতে উপজেলার বিভিন্ন ইউনিটের ছাত্রলীগ নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
মঙ্গলবার রাত সাড়ে ৮টার সময় উপজেলার আমতলা বাজার থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে মেডিক্যাল মোড় গোল চত্তরে বিক্ষোভ মিছিল শেষে এক পথসভায় অংশ নেয়। এতে বক্তব্য রাখেন, হাতীবান্ধা উপজেলা ছাত্রলীগের সভাপতি ফাহিম শাহরিয়ার খান জিহান।
এ সময় জিহান তার বক্তব্যে বলেন, চিহ্নিত রাজাকারের সন্তান নূরল আমিনকে নৌকার মনোনয়ন দেওয়ার পাঁয়তারা চলছে। আমিন তালিকাভূক্ত কুখ্যাত রাজাকারের সন্তান।আমিনকে নৌকার মনোনয়ন দেওয়া হলে অনিদৃষ্টকালের জন্য হরতালের ডাক দেওয়া হবে।
প্রসঙ্গত, আগামী ২৩ ডিসেম্বর হাতীবান্ধা উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে এখন পর্যন্ত দলীয়ভাবে কোন মনোনয়ন দেওয়া হয় নি।
বার্তাকণ্ঠ /এন
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho