ঢাকা ব্যুরো ।।
দেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের ছোট ভাই ও সাবেক গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী অ্যাডভোকেট আফসার উদ্দিন আহমদ খান (৮১) বুধবার ভোরে ঢাকার নিজ বাসায় ইন্তেকাল করেছেন।
কাপাসিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ শহীদুল্লাহ জানান, আফসার উদ্দিন ৭ম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে গাজীপুর ৪ আসন থেকে নির্বাচিত হন। ১৯৯৬ সালে ২৩ জুন প্রতিমন্ত্রী মনোনিত হন।
ঢাকা সুপ্রীম কোর্টের সাবেক সাধারণ সম্পাদক ড. মোমতাজ উদ্দিন আহমদ মেহেদী জানান, আফসার উদ্দিন ১৯৯৬ ঢাকা বারের সভাপতি ছিলেন।
নিহতের ভাতিজি ও গাজীপুর ৪ আসনের সাংসদ সিমিন হোসেন রিমি জানান, তার চাচা ১৯৮৯ সালে কাপাসিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ১৯৮৭ সালে কাপাসিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই ছেলে রেখে গেছেন।
বুধবার বাদ আসর কাপাসিয়ার নিজ গ্রাম দরদরিয়ায় তার জানাযা নামাজের পর পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হবে।
সাংসদ রিমি ও তার ছোট ভাই সাবেক স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী তানজিম আহমদ সোহেল তাজ ও তার গ্রামের জানাজায় অংশ নেবেন। এর আগে ঢাকা জজকোর্ট প্রাঙ্গনে বুধবার সকাল সাড়ে ১০টায় তার জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। এতে কোর্টের বিচারক, আইনজীবীগণসহ রাজনৈতিক নেতৃবৃন্দও অংশ নেন।
বার্তাকণ্ঠ/এন
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho