
পূজা-কুণালের শর্ত ছিল অতিথিদের বাঙালি সাজে সাজতে হবে। ঐন্দ্রিলা বেছে নিয়ে ছিল শাড়ি। সঙ্গে মানানসই গয়না। অঙ্কুশের পরনে ছিল কুর্তি, ধুতি।
এই কথা শুনে মাথায় আসতেই পারে তাহলে এই তারকা জুটি সাত পাকে বাঁধা পড়তে যাচ্ছে! তাহলে কি চার হাত এক হবে! অঙ্কুশ বলেন এক্ষুনি নয়। সেই সঙ্গে বলেন, বিয়ে করলে পূজা-কুণালের মতো করেই পুরো বাঙালি রীতি মেনে বিয়ে করব'।
ভারতীয় সংবাদমাধ্যমের এক সাক্ষাৎকারে অঙ্কুশকে জিজ্ঞাসা করা হয় বলিউড তারকা দম্পতির মতোই দেশের বাইরে নাকি দেশেই করবে বিয়ে? সে বিষয়ে কিচ্ছু বলেনি তিনি।
বিয়ের প্রতিযোগিতায় কীভাবে বন্ধুদের হারাবেন, সেটা এখনো ঠিক করেননি অঙ্কুশ। তবে যেখানেই বিয়ে হোক, মেহেদি, সংগীত, গায়েহলুদ, সাতপাক, মালা বদল, সিঁদুর দান- সব থাকবে তাদের বিয়েতে এ কথা বলেন তিনি।
পূজা ও কুণালের বিয়ে নিয়ে অঙ্কুশ বলেন, 'খুব সুন্দর আয়োজন করেছিল পূজা-কুণাল। সব রীতি মেনেছে। খাইয়েছেও ভালো। গোয়ার বিখ্যাত খাবার যেমন ছিল তেমনি ছিল পোলাও, কলকাতার রসগোল্লা, ম্যাঙ্গো চমচম।'
বর্তমানে ‘লাভ ম্যারেজ’ শিরোনামের একটি সিনেমায় অভিনয় করছেন অঙ্কুশ-ঐন্দ্রিলা। সিনেমাটি পরিচালনা করছেন প্রেমেন্দু বিকাশ চাকি। র আগে অঙ্কুশ ও ঐন্দ্রিলাকে এক সঙ্গে দেখা গিয়েছিল রাজা চন্দের ‘ম্যাজিক’ সিনেমায়।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho