বেনাপোল প্রতিনিধি ।।
ভারতের পাচারকালে বেনাপোলের পুটখালী সীমান্ত থেকে ১২ টি (১ কেজি ৪০০ গ্রাম) সোনার বার সহ লিটন মিয়া ও শাহাজান মন্ডল নামে ২ পাচারকারীকে আটক করেছে বিজিবি সদস্যরা। বৃহস্পতিবার বিকেলে পুটখালীর মসজিদ বাড়ী এলাকা থেকে আটক করা হয় তাদেরকে ।
২১ বিজিবি ব্যাটেলিয়ানের অধিনায়ক লেঃ কর্নেল মনজুর ই এলাহী জানান, খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অধীনস্থ পুটখালী বিওপির টহল দল কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে আজ বৃহস্পতিবার বিকেলে সীমান্তবর্তী গ্রাম পুটখালী মসজিদ বাড়ী এলাকা থেকে মোটর সাইকেল সহ মোঃ লিটন মিয়া (২৮), পিতা- মোঃ মোক্তার আলী ও মোঃ শাহজাহান মন্ডল (৩২), পিতা-মোঃ আলী কদর মন্ডলকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশী করে ১.৪০২ কেজি ওজনের ১২টি সোনার বার জব্দ করা হয়। যার মূল্য-৯০,৪০,৭৭৮.৪৯ টাকা বলে বিজিবি জানায়। আটককৃতদের উভয়ের বাড়ি বেনাপোলের পুটখালি গ্রামে।
আটককৃত আসামীদ্বয়, সোনার বার এবং মোটর সাইকেল বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এঘটনায় মামলা হয়েছে থানায়।
বার্তাকণ্ঠ/এন
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho