বার্তাকণ্ঠ ডেস্ক ।।
দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি আরও কিছুটা পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে বৃহস্পতিবার (১৮ নভেম্বর) দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপে পরিণত হয়েছে।
বর্তমানে এর কেন্দ্রের ৫০ কিমি ব্যাসার্ধের মধ্যে একটানা বাতাসের সর্বোচ্চ গড় গতিবেগ ৫০ কিমি/ঘণ্টা, যা দমকা হাওয়াসহ ৬৫ কিমি/ঘণ্টা পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।
বাংলাদেশ ওয়েদার অবজারভেসন টিম জানিয়েছে, এটি বর্তমান অবস্থান থেকে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। কিছুটা অনুকূল পরিবেশ থাকায় এটি আগামী ৬-১২ ঘণ্টার মধ্যে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে।
নিম্নচাপটি আজ রাতে উত্তর তামিলনাড়ু/দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করতে পারে। এটির বাংলাদেশে আসার সম্ভাবনা নেই।
উপকূল অতিক্রমের পর বাংলাদেশের আকাশ কিছুটা মেঘলা ও দক্ষিণ ও মধ্যাঞ্চলে কিছু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
বার্তাকণ্ঠ/এন
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।