
বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের প্রথম ম্যাচে টস জিতেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। পাকিস্তানের বিপক্ষে ম্যাচটিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।
জিম্বাবুয়ের হারারেতে ওল্ড হারারিয়ানস মাঠে বাংলাদেশ সময় দুপুর দেড়টায় শুরু হবে ম্যাচটি। সবশেষ তিন দেখায় আবার রুমানার আহমেদের নেতৃত্বে পাকিস্তানের মেয়েদের দুইবার হারিয়েছে টিম টাইগ্রেস।
বাছাইয়ে অংশ নিচ্ছে মোট দশটি দল। দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে তারা। দুই গ্রুপ থেকে তিনটি করে মোট ছয়টি দল নিয়ে হবে সুপার সিক্স রাউন্ড। সেখান থেকে সেরা তিন দল পাবেন বিশ্বকাপের টিকিট।
পাকিস্তান ছাড়াও প্রথম রাউন্ডে বাংলাদেশের গ্রুপে রয়েছে যুক্তরাষ্ট্র, থাইল্যান্ড ও স্বাগতিক জিম্বাবুয়ে।
বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশ স্কোয়াড
নিগার সুলতানা জ্যোতি, মুর্শিদা খাতুন, নুজহাত তাসনিয়া, ফারজানা হক পিংকি, রুমানা আহমেদ, রিতু মণি, নাহিদা আক্তার, সালমা খাতুন, জাহানারা আলম, লতা মন্ডল, ফাহিমা খাতুন, ফারিহা ইসলাম তৃষ্ণা, শারমিন আক্তার সুপ্তা, সোবহানা মোস্তারি, খাদিজা-তুল কুবরা ও সানজিদা আক্তার মেঘলা।
স্ট্যান্ডবাই: শামিমা সুলতানা ও সুরাইয়া আজমিম।
বার্তাকণ্ঠ/এন
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho