প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ৮, ২০২৬, ৩:১৬ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২১, ২০২১, ৬:৩৩ পি.এম
মনিরামপুরে মাছের ঘের থেকে দিনমজুরের মরদেহ উদ্ধার

যশোর প্রতিনিধি ।।
যশোর মণিরামপুর উপজেলার কালিবাড়ি বকুলতলা এলাকা থেকে নেহালপুর পুলিশ ক্যাম্পের সদস্যরা প্রকাশ মল্লিক (৪৩) নামে এক ব্যক্তির মরদের উদ্ধার করেছে।
আজ রোববার পুলিশের নেহালপুর ক্যাম্পের সদস্যরা কালিবাড়ি বকুলতলা সংলগ্ন ওয়াদুদ শেখের মাছের ঘের থেকে অর্ধগলিত প্রকাশ মল্লিকের মরদেহ উদ্ধার করে।
প্রকাশ মল্লিকের আত্মীয় স্বজন ধারণা, দুদিন আগে কেউ ওই যুবককে ছুরিকাঘাতে হত্যা করে লাশ ঘেরে ফেলে রেখে গেছে।
নিহত প্রকাশ মল্লিক অভয়নগর উপজেলার সুন্দলী ইউনিয়নের ফুলেরগাতী গ্রামের মৃত প্রহলাদ মল্লিকের ছেলে। তিনি পেশায় দিনমজুর ছিলেন।
গেল বছরে মণিরামপুরের হাজিরহাট এলাকায় রফিক নামে এক ইজিবাইক চালক খুন হন। সেই ঘটনায় মণিরামপুর থানায় দায়ের করা মামলার এজাহারনামীয় আসামি ছিলেন প্রকাশ।
পুলিশ বলছে, বেলা ১১টার দিকে স্থানীয়রা ঘেরে মরদেহ ভাসতে দেখেন নেহালপুর পুলিশ ক্যাম্পে খবর দেয়।
নিহতের ভাই অসিত মল্লিক স্থানীয় সাংবাদিকদের বলেছেন, গত শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে বাড়ির সামনের একটি দোকানে চা খেয়ে নেহালপুরের কালিবাড়ির উদ্দেশে বের হন তার ভাই। রাত ৯টা থেকে তার মোবাইল বন্ধ পাওয়া যায়। ঘটনা পুলিশকে না জানিয়ে তারা প্রকাশকে খুঁজতে থাকেন। রোববার দুপুরে ভাইয়ের মরদেহ উদ্ধারের খবর পান।
অসিত মল্লিক বলেন, তার নামে মণিরামপুর থানায় একটি হত্যা মামলা ছিল। তবে কখনও জেল খাটেননি। ভাইয়ের সাথে কারও শত্রুতার বিষয়েও আমাদের জানা নেই।
নেহালপুর ক্যাম্পের ইনচার্জ এসআই আতিকুজ্জামান সাংবাদিকদের বলেন, ধারণা করা হচ্ছে বাইরের এলাকা থেকে কেউ হত্যা করে লাশ ঘেরে ফেলে গেছে। নিহতের ঘাড়ে গভীর ক্ষতচিহ্ন রয়েছে।
মণিরামপুর থানার ওসি নূর-ই-আলম সিদ্দিকী বলেন, ঘেরে লাশের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ যেয়ে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। নিহতের নামে থানায় একটি মামলা রয়েছে।
বার্তাকণ্ঠ/এন
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho