স্পোর্টস ডেস্ক ।।
একের পর এক আক্রমণে পিএসজিকে দিশেহারা করে রেখেছিল ম্যানচেস্টার সিটি। কিন্তু দ্বিতীয়ার্ধে গোল করে এগিয়ে যায় ফ্রান্সের ক্লাবটি। পরে অবশ্য ২ গোল দিয়ে দারুণ জয় তুলে নিয়েছে পেপ গার্দিওলা শিষ্যরা। ম্যাচশেষে খেলোয়াড়দের নিয়ে সন্তুষ্টির কথা জানিয়েছেন পিএসজি কোচ মাওরোসিও পচেত্তিনো।
এই ম্যাচ হেরেও শেষ ষোলোতে চলে গেছে পিএসজি। গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে এই পর্বে এসেছে ম্যানচেস্টার সিটিও। পিএসজি কোচ বলছেন, দুই অর্ধে ভালো খেলেছে দুই দল। দলের খেলোয়াড়দের নিয়ে সন্তুষ্টির কথা জানিয়েছেন পচেত্তিনো।
তিনি বলেছেন, ‘আমরা বিশেষত দ্বিতীয়ার্ধটা মনে রাখব। এমন খেলাই দেখতে চাই। আমি সব খেলোয়াড়দের নিয়ে সন্তুষ্ট। মৌসুমের শুরুতেই পরিস্থিতি বুঝতে পারা পরের রাউন্ডে সাহায্য করবে।’
পিএসজি কোচ আরও বলেন, ‘এখানে আসলে ভয়ের কিছু নেই। তারা প্রথমার্ধে আমাদের চেয়ে ভালো খেলেছে। যদি আপনি দেখেন আমরা কতটি ফাউল করেছি তারা কতগুলো। সেটাই আসলে সত্যি।’
পচেত্তিনো বলেন, ‘দুই দলের মধ্যে সত্যি ব্যবধান ছিল। আমরা দ্বিতীয়ার্ধে ভালো শুরু করেছিলাম, দল স্বতঃস্ফূর্ত ছিল। আমাদের সুযোগ ছিল এগিয়ে যাওয়ার, গোল করার। ব্যবধান সমান হওয়ার পর কিছু পরিবর্তন দরকার ছিল। দলও এটা অনুভব করেছে। দ্বিতীয় গোলটা এরই প্রতিফলন।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho