স্পোর্টস ডেস্ক ।।
অবশেষে গুঞ্জন সত্যি হলো। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স বিভাগের প্রধানের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন আকরাম খান।
মঙ্গলবার (২১ ডিসেম্বর) সংবাদমাধ্যমে নিজের পদত্যাগের কথা জানান তিনি।
আনুষ্ঠানিকভাবে বিসিবিকে শিগগিরই নিজের সিদ্ধান্ত জানাবেন সাবেক এ অধিনায়ক। দুপুরে তার পদত্যাগের বিষয়টি নিয়ে আলোচনা হবে বিসিবি সভাতে, এমনটি নিশ্চিত করেছে বোর্ড।
দায়িত্ব ছাড়ার কারণ হিসেবে নির্দিষ্ট করে কিছু না বললেও, ইঙ্গিত দিয়েছেন আকরাম। বিসিবির অভ্যন্তরীণ অনেক সিদ্ধান্ত তাকে না জানিয়ে নেয়া হতো এমনটা উল্লেখ করেন আকরাম।
যিনি দায়িত্ব নিবেন তার জন্য আমার শুভকামনা থাকবে, সব রকম সাপোর্টও থাকবে। কারণ ক্রিকেট খেলেছি বলেই আজ আমি আকরাম খান।’
এর আগে সোমবার বিকালে আকরামের স্ত্রী সাবিনা আকরামের একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে গুঞ্জন ওঠে আকরামের দায়িত্ব ছেড়ে দেয়া নিয়ে।
সোমবার পর্যন্ত সাবেক এ অধিনায়ক নিজে বিসিবি বা সংবাদমাধ্যমকে কিছু না জানালেও, তার স্ত্রী সাবিনা আকরামের অ্যাকাউন্ট থেকে করা এক পোস্টে লেখা ছিলো, ‘ক্রিকেট অপারেশনস ছেড়ে দিচ্ছে আকরাম খান।’
এরপর আকরাম বা সাবিনা আকরামের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেও তাদের পাওয়া যায়নি। বিকেল ৪টার দিকে দেয়া পোস্টটি ঘণ্টা খানেক পরই আর পাওয়া যায়নি।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho