কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর ইউপির পুনঃভোটে জয়ী বিএনপি নেতা জাহাঙ্গীর আলম
মোস্তাফিজুর রহমান, লালমনিরহাট।।
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর ইউনিয়নে দুই চেয়ারম্যান প্রার্থী সমান সংখ্যক ভোট পাওয়ায় ফল স্থগিত হওয়া ইউনিয়নে পুনঃভোটে বিএনপি নেতা ও স্বতন্ত্রপ্রার্থী জাহাঙ্গীর আলম নৌকাকে হারিয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার (২১ ডিসেম্বর) রাত ৮ টার দিকে দায়িত্ব প্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা সমাজসেবা অফিসার আব্দুল রাজ্জাক রির্টানিং অফিসারের কার্যালয় থেকে এ তথ্য নিশ্চিত করেন।
জানা গেছে, কালীগঞ্জ উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদ নির্বাচন গত ২৮ নভেম্বর অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে চন্দ্রপুর ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মাহাবুবুর রহমান এবং উপজেলা বিএনপির আহ্বায়ক ওই ইউপির বর্তমান চেয়ারম্যান স্বতন্ত্র প্রার্থী জাহাঙ্গীর আলম মোটরসাইকেল প্রতীকের সমান সংখ্যক ভোট পান। দুই প্রার্থী ৮ হাজার ৯৪০ ভোট পেয়ে সমান অবস্থানে থাকায় ফলাফল স্থগিত রাখে নির্বাচন কমিশন।
পরে ওই দুই প্রার্থীর পুনঃভোট গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্ত মোতাবেক মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে মোটরসাইকেল প্রতীকে ৯ হাজার ৩৬০ ভোট পেয়ে পুনরায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন উপজেলা বিএনপির আহ্বায়ক ওই ইউপির বর্তমান চেয়ারম্যান জাহাঙ্গীর আলম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মাহাবুবুর রহমান পেয়েছেন ৮ হাজার ৬৩৬ ভোট।
লালমনিরহাট জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটানিং অফিসার মঞ্জুরুল হাসান কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের পুনঃভোটের ফলাফলের সত্যতা নিশ্চিত করেছেন।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho