শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

যশোরে বোমাসহ যুবক আটক

প্রতীকী ছবি

 

 

যশোর অফিস।। 

শোরে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে এক বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীর এক ক্যাডারকে দুইটি বোমাসহ আটক করা হয়েছে।
বুধবার (২২ ডিসেম্বর) শহরতলীর বিরামপুর থেকে স্থানীয়রা তাকে আটক করেন। পরে পুলিশ গিয়ে তাকে থানায় নিয়ে এসেছে।আটক হেলাল (২৭) সদর উপজেলার ঝাউদিয়া গ্রামের জামাল উদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানান, আটকের পর হেলাল তাদের কাছে স্বীকার করেছেন তিনি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চুড়ামনকাঠি ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী চশমা প্রতীকের গোলাম মোস্তফার কর্মী। ওই নির্বাচনে ব্যবহার করতে তিনি এই বোমা ইউনিয়নে নিয়ে যাচ্ছিলেন।
নওয়াপাড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য মুক্তা খাতুন জানান, দুপুর ২ টার দিকে ককটেল বোমাসহ হেলাল নামের এই যুবক ঘোরাঘুরি করছিলেন। এসময় সন্দেহ হলে স্থানীয় লোকজন তাকে আটক করে। তার কাছে দুটি বোমা পাওয়া গেছে। পরে কোতোয়ালি থানায় খবর দিলে পুলিশ এসে বোমাসহ হেলালকে নিয়ে যায়।
কোতোয়ালি থানার এএসআই আল মিরাজ খান বলেন, ঘটনাস্থলে গিয়ে দুটি ককটেল বোমা সাদৃশ্য বস্তুসহ হেলালকে আটক করে থানায় নিয়ে এসেছি। তবে শোনা যাচ্ছে সেখানে আরো তিনটি বোমা আছে। সেখানে আবার যাচ্ছি।

যশোরে বোমাসহ যুবক আটক

প্রকাশের সময় : ১০:৫৩:৪৯ অপরাহ্ন, বুধবার, ২২ ডিসেম্বর ২০২১

প্রতীকী ছবি

 

 

যশোর অফিস।। 

শোরে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে এক বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীর এক ক্যাডারকে দুইটি বোমাসহ আটক করা হয়েছে।
বুধবার (২২ ডিসেম্বর) শহরতলীর বিরামপুর থেকে স্থানীয়রা তাকে আটক করেন। পরে পুলিশ গিয়ে তাকে থানায় নিয়ে এসেছে।আটক হেলাল (২৭) সদর উপজেলার ঝাউদিয়া গ্রামের জামাল উদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানান, আটকের পর হেলাল তাদের কাছে স্বীকার করেছেন তিনি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চুড়ামনকাঠি ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী চশমা প্রতীকের গোলাম মোস্তফার কর্মী। ওই নির্বাচনে ব্যবহার করতে তিনি এই বোমা ইউনিয়নে নিয়ে যাচ্ছিলেন।
নওয়াপাড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য মুক্তা খাতুন জানান, দুপুর ২ টার দিকে ককটেল বোমাসহ হেলাল নামের এই যুবক ঘোরাঘুরি করছিলেন। এসময় সন্দেহ হলে স্থানীয় লোকজন তাকে আটক করে। তার কাছে দুটি বোমা পাওয়া গেছে। পরে কোতোয়ালি থানায় খবর দিলে পুলিশ এসে বোমাসহ হেলালকে নিয়ে যায়।
কোতোয়ালি থানার এএসআই আল মিরাজ খান বলেন, ঘটনাস্থলে গিয়ে দুটি ককটেল বোমা সাদৃশ্য বস্তুসহ হেলালকে আটক করে থানায় নিয়ে এসেছি। তবে শোনা যাচ্ছে সেখানে আরো তিনটি বোমা আছে। সেখানে আবার যাচ্ছি।