শহিদ শেখ ,শ্রীনগর প্রতিনিধি।।
শ্রীনগরে অবৈধ ড্রেজার বন্ধের দাবিতে কৃষক ও এলাকাবাসী মানববন্ধন করেছেন।শুক্রবার বাদ জুম্মা উপজেলার রাঢ়ীখাল ইউনিয়নের মধ্য হাতারপাড়া জামে মসজিদ সংলগ্ন এ মানব বন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় মানব বন্ধনে অংশ গ্রহন কারি ইউপি সদস্য মোয়াজ্জেম খান বলেন, আমাদের এলাকার বিভিন্ন স্থানের ইটের রাস্তা ছিদ্র করে অবৈধ ভাবে ড্রেজারের পাইপ নিয়ে যাওয়ায় রাস্তা নষ্ট হয়ে যাচ্ছে। এছাড়া ড্রেজারের পাইপের বালুতে একের পর এক ফসলিজমি নষ্ট হয়ে যাচ্ছে।
এসময় বাদল মোল্লা বলেল, ড্রেজার বিষয়ে আমরা বিভিন্ন সময়ে বাঁধা দিলেও কোন কাজ হয়নি। মোকাজ্জল খান বলেন, উত্তর রাঢ়ীখালের রোকন,বাবু,কবুতর খোলার মাসুদ,যশিলদার শামীমসহ একাধিক ব্যক্তি দির্ঘদিন ধরে এ অবৈধ ড্রেজার ব্যবসা চালিয়ে গেলেও যেন দেখার কেউ নেই। আমরা এলাকাবাসী অবৈধ ড্রেজার বন্ধের জন্য অতিদ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।