বিনোদন ডেস্ক ।।
করোনাভাইরাসের সংক্রমণ থেকে মুক্ত হলেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কারিনা কাপুর খান। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে তিনি নিজেই এই তথ্য নিশ্চিত করেছেন।
ইনস্টাগ্রামের স্টোরিতে কারিনা কাপুর লিখেছেন, ‘আমার কোভিড-১৯ টেস্টের ফল নেগেটিভ এসেছে। এই দুঃসময়ে আমাদের আগলে রাখার জন্য আমার প্রিয় বোনকে ধন্যবাদ। আমার প্রিয় বন্ধু অমৃতা, আমরা পেরেছি।
করোনা আক্রান্ত হওয়ার পর হোটেলে ছিলেন কারিনার স্বামী সাইফ আলী খান। ধৈর্য ধরে এতদিন পরিবার থেকে দূরে থাকার জন্য তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে ভুল করেননবি এই অভিনেতা। সন্তানদের প্রতি তার ব্যাকুলতা জানিয়ে তিনি সবশেষে লেখেন, এখন বিদায় নিচ্ছি, কারণ আমার সন্তানদের চুমু দিতে হবে।
নির্মাতা করন জোহরের বাড়িতে নৈশভোজের দাওয়াত খেয়ে ফেরার পরই তার করোনাভাইরাসে আক্রান্ত হন কারিনা। তার বন্ধু অমৃতাও সেখানে ছিলেন। তিনিও ভাইরাসটিতে আক্রান্ত হন।