রবিবার, ২৮ মে ২০২৩, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ

শরণখোলায় ইজিবাইকের চাকায় প্রাণ গেল শিশুর

নাজমুল ইসলাম, শরণখোলা ।।
বাগেরহাটের শরণখোলায় ইজিবাইকের চাকায় পিষ্ট হয়ে সিয়াম (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুটি খেলা করতে করতে বাড়ির সামনের সড়কে উঠে গেলে যাত্রীবাহী একটি ইজিবাইক তাকে চাপা দেয়।দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন।
সোমবার (২৭ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের বিধানসাগর গ্রামে এই দুর্ঘটনা ঘটে। ঘটনার পর পরই চালক ইজিবাইক ফেলে পালিয়ে যায়। পরে স্থানীয়রা ইজিবাইকটি আটক করে। নিহত সিয়াম ওই গ্রামের কৃষক মোশারেফ হোসেন হাওলাদারের ছেলে।
শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা (আরএমও) ডা. এস এম ফয়সাল আহমেদ জানান, হাসপাতালে আসার আগেই শিশুটি মারা গেছে।
শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান জানান, শিশুটির লাশ পুলিশ হেফাজতে রয়েছে। এব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়া চলছে।

মহাশক্তিশালী সুপার টাইফুন ‘বেটি’ধেয়ে আসছে প্রবল শক্তিতে

শরণখোলায় ইজিবাইকের চাকায় প্রাণ গেল শিশুর

প্রকাশের সময় : ০৩:২৫:১৭ অপরাহ্ন, সোমবার, ২৭ ডিসেম্বর ২০২১
নাজমুল ইসলাম, শরণখোলা ।।
বাগেরহাটের শরণখোলায় ইজিবাইকের চাকায় পিষ্ট হয়ে সিয়াম (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুটি খেলা করতে করতে বাড়ির সামনের সড়কে উঠে গেলে যাত্রীবাহী একটি ইজিবাইক তাকে চাপা দেয়।দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন।
সোমবার (২৭ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের বিধানসাগর গ্রামে এই দুর্ঘটনা ঘটে। ঘটনার পর পরই চালক ইজিবাইক ফেলে পালিয়ে যায়। পরে স্থানীয়রা ইজিবাইকটি আটক করে। নিহত সিয়াম ওই গ্রামের কৃষক মোশারেফ হোসেন হাওলাদারের ছেলে।
শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা (আরএমও) ডা. এস এম ফয়সাল আহমেদ জানান, হাসপাতালে আসার আগেই শিশুটি মারা গেছে।
শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান জানান, শিশুটির লাশ পুলিশ হেফাজতে রয়েছে। এব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়া চলছে।