মোস্তাফিজুর রহমান, লালমনিরহাট প্রতিনিধি ।।
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বড়খাতা ইউনিয়নে আবু হেনা মোস্তফা সোহেল (নৌকা), ফকিরপাড়া ইউনিয়নে ফজলার রহমান খোকন (ঘোড়া),গড্ডিমারী ইউনিয়নে আবু বক্কর সিদ্দিক শ্যামল (নৌকা),পাটিকাপাড়া ইউনিয়নে মজিবুল আলম সাদাত (নৌকা), টংভাঙ্গা ইউনিয়নে সেলিম হোসেন (নৌকা), ভেলাগুড়ি ইউনিয়নে শফিকুল ইসলাম মন্ডল (নৌকা),সিন্দুর্না ইউনিয়নে খতিব উদ্দিন (আনারস), ডাউয়াবাড়ি ইউনিয়নে এড.মশিউর রহমান (নৌকা),সিংঙ্গীমারী ইউনিয়নে মনোয়ার হোসেন (দুলু) (নৌকা),সানিয়াজান ইউনিয়নে হাশেম তালুকদার,(নৌকা)গোতামারী ইউনিয়নে মোনাব্বেরুল হক (মোটর সাইকেল), নওদাবাস ইউনিয়নে ফজলুললালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ইউনিয়নের হক(নৌকা)বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন।হাতীবান্ধা উপজেলা ১২ ইউনিয়নে পুরুষ ও মহিলা ভোটার ছিল ১ লক্ষ ৮৪ হাজার ৮০৫ ভোট। চেয়ারম্যান প্রার্থী ৭৩ জন, সাধারন সদস্য ৪৩১জন, মহিলার সংরক্ষিত আসনে ১৪৯জন। ভোট কেন্দ্র ছিল ১১০ টি।