সোমবার, ০৫ জুন ২০২৩, ২২ জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ

প্যারাসুটের দড়ি ছিঁড়ে সাগরে পড়লেন দুই নারী 

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক ।।
প্যারাসুটের দড়ি ছিঁড়ে সাগরে পড়েছেন দুই নারী। গত ঘটনাটি ঘটেছে ভারতের উপকূলীয় শহর আলিবাগে। সেদিন সমুদ্র দেখতে মুম্বাইয়ের দক্ষিণাঞ্চলীয় শহর আলিবাগে যান সুজাতা নারকার ও সুরেখা পানিকর। তারা দুজনেই মুম্বাইয়ের বাসিন্দা।
ভারসোলি সৈকতে ঘোরার সময় কিছু পর্যটককে প্যারাসেইলিং করতে দেখেন ওই দুই নারী। অভিজ্ঞতা নিতে তারাও প্যারাসুটে চেপে সমুদ্র ঘোরার সিদ্ধান্ত নেন। প্যারাসেইলিং শুরুর কিছুক্ষণ পরেই দড়ি ছিঁড়ে সোজা সাগরে গিয়ে পড়েন তারা। এসময় তাদের প্যারাসেইলিং ভিডিও করা হচ্ছিল।
সেই ক্যামেরায় ধরা পড়েছে দুই নারীর সাগরে পড়ার দৃশ্য। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করার পরপরই তা ভাইরাল হয়ে যায়।
ভারতে প্যারাসেইলিংয়ের সময় দড়ি ছিঁড়ে পড়ার ঘটনা অবশ্য নতুন নয়। গত মাসেও অনেকটা একইভাবে নাগোয়া সৈকতের কাছে প্যারাসেইলিংয়ের সময় পানিতে পড়ে যান এক দম্পতি।
তবে তাদেরও অক্ষত অবস্থাতেই উদ্ধার করা হয়েছিল।

সেনাবাহিনী দখলে নিলো কেএনএফের আস্তানা ও প্রশিক্ষণ ক্যাম্প

প্যারাসুটের দড়ি ছিঁড়ে সাগরে পড়লেন দুই নারী 

প্রকাশের সময় : ০১:৪১:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ ডিসেম্বর ২০২১
আন্তর্জাতিক ডেস্ক ।।
প্যারাসুটের দড়ি ছিঁড়ে সাগরে পড়েছেন দুই নারী। গত ঘটনাটি ঘটেছে ভারতের উপকূলীয় শহর আলিবাগে। সেদিন সমুদ্র দেখতে মুম্বাইয়ের দক্ষিণাঞ্চলীয় শহর আলিবাগে যান সুজাতা নারকার ও সুরেখা পানিকর। তারা দুজনেই মুম্বাইয়ের বাসিন্দা।
ভারসোলি সৈকতে ঘোরার সময় কিছু পর্যটককে প্যারাসেইলিং করতে দেখেন ওই দুই নারী। অভিজ্ঞতা নিতে তারাও প্যারাসুটে চেপে সমুদ্র ঘোরার সিদ্ধান্ত নেন। প্যারাসেইলিং শুরুর কিছুক্ষণ পরেই দড়ি ছিঁড়ে সোজা সাগরে গিয়ে পড়েন তারা। এসময় তাদের প্যারাসেইলিং ভিডিও করা হচ্ছিল।
সেই ক্যামেরায় ধরা পড়েছে দুই নারীর সাগরে পড়ার দৃশ্য। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করার পরপরই তা ভাইরাল হয়ে যায়।
ভারতে প্যারাসেইলিংয়ের সময় দড়ি ছিঁড়ে পড়ার ঘটনা অবশ্য নতুন নয়। গত মাসেও অনেকটা একইভাবে নাগোয়া সৈকতের কাছে প্যারাসেইলিংয়ের সময় পানিতে পড়ে যান এক দম্পতি।
তবে তাদেরও অক্ষত অবস্থাতেই উদ্ধার করা হয়েছিল।