শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

সৌরভ গাঙ্গুলি করোনায় আক্রান্ত , হাসপাতালে ভর্তি

বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় (ছবি:পিটিআই)

স্পোর্টস ডেস্ক ।।
ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের সভাপতি সৌরভ গাঙ্গুলী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বিসিসিআই সূত্র জানিয়েছে এ খবর। ধারণা করা হচ্ছে গতকাল সোমবার পরীক্ষা করার পর জানা যায় প্রাণঘাতী  এ ভাইরাস বাসা বেঁধেছে তার শরীরে।
গাঙ্গুলি বর্তমানে ভর্তি আছেন কলকাতার উডল্যান্ড হাসপাতালে। ৪৮ বছর বয়সী ভারতের এ সাবেক অধিনায়ক এ বছরের শুরুতে হার্ট অ্যাটাক করে হাসপাতালে ছিলেন কয়েকদিন। তখন তার হার্টে এঞ্জিওপ্লাস্টি করা হয়। অপারেশন শেষে সুস্থ হয়ে বাড়িতে ফেরেন তিনি৷ এরপর কয়েকদিন পর শুরু করেন নিজের স্বাভাবিক কার্যক্রম। যখন তিনি হার্টের সমস্যা নিয়ে হাসপাতালে যান তখনো তার পরীক্ষা করা হয়৷ তবে তবে তখন পরীক্ষার ফলাফল নেগেটিভ আসে।
সূত্র : আউটলুক ইন্ডিয়া।

সৌরভ গাঙ্গুলি করোনায় আক্রান্ত , হাসপাতালে ভর্তি

প্রকাশের সময় : ০১:৫১:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ ডিসেম্বর ২০২১
স্পোর্টস ডেস্ক ।।
ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের সভাপতি সৌরভ গাঙ্গুলী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বিসিসিআই সূত্র জানিয়েছে এ খবর। ধারণা করা হচ্ছে গতকাল সোমবার পরীক্ষা করার পর জানা যায় প্রাণঘাতী  এ ভাইরাস বাসা বেঁধেছে তার শরীরে।
গাঙ্গুলি বর্তমানে ভর্তি আছেন কলকাতার উডল্যান্ড হাসপাতালে। ৪৮ বছর বয়সী ভারতের এ সাবেক অধিনায়ক এ বছরের শুরুতে হার্ট অ্যাটাক করে হাসপাতালে ছিলেন কয়েকদিন। তখন তার হার্টে এঞ্জিওপ্লাস্টি করা হয়। অপারেশন শেষে সুস্থ হয়ে বাড়িতে ফেরেন তিনি৷ এরপর কয়েকদিন পর শুরু করেন নিজের স্বাভাবিক কার্যক্রম। যখন তিনি হার্টের সমস্যা নিয়ে হাসপাতালে যান তখনো তার পরীক্ষা করা হয়৷ তবে তবে তখন পরীক্ষার ফলাফল নেগেটিভ আসে।
সূত্র : আউটলুক ইন্ডিয়া।