আল মোজাহিদ বাবু, বকশীগঞ্জ (জামালপুর)।।
জামালপুরের বকশীগঞ্জে নোংরা পরিবেশে খাদ্র্য সামগ্রী তৈরী করায় ও ভেজাল বিরোধী অভিযানে ভ্রাম্যমণ আদালতে জরিমানা আদায় করা হয়েছে।
৩০ নভেম্বর মঙ্গলবার দুপুরে পৌর শহরে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর বিভিন্ন ধারায় খোলা বাজারে নোংরা পরিবেশে খাদ্য সামগ্রী ও ভেজাল বিরোধী অভিযানে ভ্রাম্যমাণ আদালত বকশীগঞ্জ বাজারে বিভিন্ন ব্যাবসা প্রতিষ্ঠানে ৩৯ হাজার টাকা জরিমানা করেন।
এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুন মুন জাহান লিজা ।ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন বকশীগঞ্জ থানা পুলিশ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুন মুন জাহান লিজা জানান নোংরা পরিবেশে খাবার রাখার দ্বায়ে ও ভেজাল বিরোধী অভিযানে ৮টি ব্যাবসা প্রতিষ্ঠানে জরিমানা করা হয় এ অভিযান অব্যাহত থাকবে।