প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ৭, ২০২৫, ৫:৫২ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৩০, ২০২১, ১১:০৪ এ.এম
প্রবীণ সাংবাদিক বুলু আর নেই

রাজবাড়ী প্রতিনিধি ।।
রাজবাড়ীর বালিয়াকান্দির প্রবীণ সাংবাদিক রুহুল আমিন বুলু আর নেই। বুধবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬১ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ পুত্র ও ১ কন্য সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
রুহুল আমিন বুলু বহরপুর ইউনিয়নের চরগুয়োদাহ্ গ্রামের মৃত হাজী সত্তার মোল্লার ছেলে।
পরিবার সূত্রে জানা যায় গত ২৮ ডিসেম্বর তিনি অসুস্থ বোধ করলে পরিবারের লোকজন তাকে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এরপর তিনি কিছুটা সুস্থ বোধ করলে বাড়িতে চলে যান। ২৯ শে ডিসেম্বর পুনরায় অসুস্থ বোধ করলে তাকে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় এবং চিকিৎসাধীন অবস্থায় ৬ টা ৩০ এর দিকে তিনি মৃত্যুবরণ করেন।
রুহুল আমিন বুলু দৈনিক দিনের খবর পত্রিকা ও অনলাইন নিউজ পোর্টাল জি নিউজের রাজবাড়ী প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। তিনি বালিয়াকান্দি প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক পদে ও পল্লী বন্ধু সংস্থার নির্বাহী পরিচালক, রাজবাড়ী জেলা চর-এ্যালাইন্সের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho