প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৪, ২০২৫, ৮:৩০ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৩০, ২০২১, ১০:৩১ পি.এম
কলারোয়ায় ৪৩তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন করলেন জেলা প্রশাসক

আতাউর রহমান (সাতক্ষীরা) ব্যুরো।।
কলারোয়ায় ৪৩ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার শুভ উদ্বোধন করা হয়েছে। ’স্মার্টফোনে আসক্তি, পড়াশোনায় ক্ষতি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বৃহস্পতিবার(৩০ ডিসেম্বর) সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ হুমায়ুন কবির। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিজ্ঞান অভিশাপ নয়, আশীর্বাদ। আর এই
আশীর্বাদকে পাথেয় করে বিজ্ঞান মনস্ক শিক্ষার্থীদের (ক্ষুদে বিজ্ঞানীদের) নতুন উদ্ভাবনীর অবদানে ২০৪১ সালে বিশ্বের মাঝে দেশ উন্নতশীল দেশ হিসাবে সম্মান অর্জন করবে হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। তিনি ক্ষুদে বিজ্ঞানীদের (শিক্ষার্থী) শুভেচ্ছা জানিয়ে তাদের মেধাকে বিকশিত করতে স্মার্টফোনের মাধ্যমে সৃজনশীল চিন্তায় এগিয়ে আসার আহবান জানান। উপজেলা প্রশাসনের আয়োজনে দু’দিন ব্যাপি অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) জুবায়ের হোসেন চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, পৌর মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল, থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দিন মৃধা, ক্ষুদে বিজ্ঞানী কলেজ ছাত্রী ফারিয়া ছিদ্দিকী। শিক্ষক শেখ শাহাজাহান আলী শাহীনের পরিচালনায় অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল আমিন হোসেন, স্বাস্থ্য ও পরিবার
পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার জিয়াউর রহমান, কৃষি অফিসার কৃষিবিদ রফিকুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হামিদ, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: অমল কৃষ্ণ সরকার, উপজেলা প্রকৌশলী নাজিমুল হক, সিনিয়র মৎস্য কর্মকর্তা রবীন্দ্র নাথ মন্ডল, সমাজসেবা কর্মকর্তা নুরুল ইসলাম নাহিদ, মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন নাহার আক্তার, পুলিশ পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার হারুন অর রশিদ, একাডেমিক সুপারভাইজার তাপস কুমার দাস, সহকারী আইসিটি প্রোগ্রামার মোতাহার হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, সূধি ও সাংবাদিকবৃন্দ। বিজ্ঞান মেলায় উপজেলার মাধ্যমিক পর্যায়ের ৩৭টি শিক্ষা প্রতিষ্ঠানের স্টল থেকে ক্ষুদে বিজ্ঞানীরা বিভিন্ন ধরনের প্রজেক্ট প্রদর্শন করেন।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho