ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি।।
ইসলামী বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগের নতুন সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন অধ্যাপক ড. মোহাঃ মেহের আলী। এতে তিনি বিদায়ী সভাপতি অধ্যাপক ড. মোসাম্মদ সালমা সুলতানার স্থলাভিষিক্ত হলেন। আগামী তিন বছরের জন্য তঁাকে এ পদে নিয়োগ দেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম।
শনিবার দুপুরে ইংরেজি বিভাগের সভাপতির কার্যালয়ে এক আনুষ্ঠানিকতার মধ্যদিয়ে অধ্যাপক মেহের বিদায়ী সভাপতির নিকট থেকে দায়িত্ব গ্রহণ করেন।
এসময় ইংরেজি বিভাগসহ বিভিন্ন বিভাগের বিভিন্ন পর্যায়ের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।