রবিবার, ২৮ মে ২০২৩, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ

পেঁয়াজ আমদানিতে শুল্ক বাড়লো

বাণিজ্য ডেস্ক ।।
পেঁয়াজ আমদানির অনুমতিপত্র ইমপোর্ট পারমিট (আইপি) বন্ধের পরও দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পণ্যটির আমদানি অব্যাহত রয়েছে। তাই এবার পেঁয়াজের আমদানি শুল্ক বাড়িয়েছে সরকার। নতুন এই আমদানি শুল্ক গতকাল শনিবার থেকেই কার্যকর করা হয়েছে হিলি কাস্টমসে।
হিলি স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট মাহবুব আলম বলেন, ‘দেশের কৃষকের উৎপাদিত পেঁয়াজের ন্যায্যমূল্য নিশ্চিতে আমদানি শুল্ক ১০ শতাংশ করেছিল। কিন্তু হঠাৎ দেশে পেঁয়াজের দাম বাড়ায় কিছু দিন পর সেটি কমিয়ে পাঁচ শতাংশ নিয়ে আসে সরকার। এখন আবারও আমদানি শুল্ক বাড়িয়ে ১০ শতাংশ নির্ধারণ করে দিয়েছে সরকার। যা আজ থেকেই কার্যকর করা হয়েছে।’
হিলি স্থল শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা এস এম নুরুল আলম খান বলেন, ‘পেঁয়াজ আমদানির ক্ষেত্রে ১০ শতাংশ শুল্ক আরোপিত ছিল। কিন্তু গত অক্টোবরে একটি এসআরও-এর মাধ্যমে আমদানি শুল্ক কমিয়ে পাঁচ শতাংশ করেছিল, যার মেয়াদ ছিল ৩১ ডিসেম্বর পর্যন্ত। ইতোমধ্যেই সেই এসআরও-এর মেয়াদ শেষ হয়ে গেছে। নতুন করে সময় বাড়ানো হয়নি বলে আগের মতো পেঁয়াজের ওপর ১০ ভাগ শুল্ক কার্যকর হয়ে গেলো। পেঁয়াজের ওপর নতুন করে কোনও শুল্ক আরোপ হয়নি। যে শুল্ক কমানো হয়েছিল, সেটির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় আগের শুল্ক কার্যকর হয়েছে।

মহাশক্তিশালী সুপার টাইফুন ‘বেটি’ধেয়ে আসছে প্রবল শক্তিতে

পেঁয়াজ আমদানিতে শুল্ক বাড়লো

প্রকাশের সময় : ১০:৫৯:২১ পূর্বাহ্ন, রবিবার, ২ জানুয়ারী ২০২২
বাণিজ্য ডেস্ক ।।
পেঁয়াজ আমদানির অনুমতিপত্র ইমপোর্ট পারমিট (আইপি) বন্ধের পরও দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পণ্যটির আমদানি অব্যাহত রয়েছে। তাই এবার পেঁয়াজের আমদানি শুল্ক বাড়িয়েছে সরকার। নতুন এই আমদানি শুল্ক গতকাল শনিবার থেকেই কার্যকর করা হয়েছে হিলি কাস্টমসে।
হিলি স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট মাহবুব আলম বলেন, ‘দেশের কৃষকের উৎপাদিত পেঁয়াজের ন্যায্যমূল্য নিশ্চিতে আমদানি শুল্ক ১০ শতাংশ করেছিল। কিন্তু হঠাৎ দেশে পেঁয়াজের দাম বাড়ায় কিছু দিন পর সেটি কমিয়ে পাঁচ শতাংশ নিয়ে আসে সরকার। এখন আবারও আমদানি শুল্ক বাড়িয়ে ১০ শতাংশ নির্ধারণ করে দিয়েছে সরকার। যা আজ থেকেই কার্যকর করা হয়েছে।’
হিলি স্থল শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা এস এম নুরুল আলম খান বলেন, ‘পেঁয়াজ আমদানির ক্ষেত্রে ১০ শতাংশ শুল্ক আরোপিত ছিল। কিন্তু গত অক্টোবরে একটি এসআরও-এর মাধ্যমে আমদানি শুল্ক কমিয়ে পাঁচ শতাংশ করেছিল, যার মেয়াদ ছিল ৩১ ডিসেম্বর পর্যন্ত। ইতোমধ্যেই সেই এসআরও-এর মেয়াদ শেষ হয়ে গেছে। নতুন করে সময় বাড়ানো হয়নি বলে আগের মতো পেঁয়াজের ওপর ১০ ভাগ শুল্ক কার্যকর হয়ে গেলো। পেঁয়াজের ওপর নতুন করে কোনও শুল্ক আরোপ হয়নি। যে শুল্ক কমানো হয়েছিল, সেটির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় আগের শুল্ক কার্যকর হয়েছে।